চলে গেলেন ইতিহাসবিদ বরুণ দে

চলে গেলেন প্রখ্যাত ইতিহাসবিদ বরুণ দে। সপ্তদশ ও আষ্টদশ শতকের ভারতের সামাজিক ও অর্থনৈতিক ইতিহাসের বিশ্লেষক বরুণ দে, বাংলার নবজাগরণকে নতুন ভাবে চিনিয়েছিলেন ভারতবাসীর কাছে। ১৯৩২ সালের ৩০ অক্টোবর কলকতায় জন্ম হয় বরুণ দে-র।

Updated By: Jul 17, 2013, 12:22 PM IST

চলে গেলেন প্রখ্যাত ইতিহাসবিদ বরুণ দে। সপ্তদশ ও আষ্টদশ শতকের ভারতের সামাজিক ও অর্থনৈতিক ইতিহাসের বিশ্লেষক বরুণ দে, বাংলার নবজাগরণকে নতুন ভাবে চিনিয়েছিলেন ভারতবাসীর কাছে। ১৯৩২ সালের ৩০ অক্টোবর কলকতায় জন্ম হয় বরুণ দে-র।
কদিন ধরেই অসুস্থ ছিলেন প্রখ্যাত এই ইতিহাসবিদ। গতকাল রাতে এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়৷ বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে দেহ আনা হয়৷ আজই কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে৷
ইতিহাসের বিশ্লেষণের সঙ্গে সঙ্গে আরও নানাবিধ বিষয়ে সহজাত বিচরণ ছিল প্রেসিডেন্সি কলেজ ও  অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র বরুণ দের। আইআইএম কলকাতার প্রোস্ট গ্যাজুয়েট প্রোগ্রামের প্রথম ভারতীয় ডিরেক্টর ছিলেন তিনি। গতকাল গভীর রাতে একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। আজ কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।

.