Agnipath Scheme: নজিরবিহীন! 'অগ্নিপথ' বিক্ষোভে বাতিল ৩৪৮ প্যাসেঞ্জার ট্রেন, একাধিক এক্সপ্রেসের সময়সূচি বদল

এযাবৎকালের মধ্যে ইস্টার্ন রেলওয়েতে এত সংখ্যক ট্রেন বাতিল, এককথায় নজিরবিহীন। ঐতিহাসিকও বটে। 

Updated By: Jun 20, 2022, 01:37 PM IST
Agnipath Scheme: নজিরবিহীন! 'অগ্নিপথ' বিক্ষোভে বাতিল ৩৪৮ প্যাসেঞ্জার ট্রেন, একাধিক এক্সপ্রেসের সময়সূচি বদল

শ্রেয়সী গাঙ্গুলি : 'অগ্নিপথ' (Agnipath Scheme) বিক্ষোভের আঁচ রেল পরিষেবায়। 'অগ্নিপথ' প্রল্পের প্রতিবাদে বনধ, বিক্ষোভ অব্যাহত। আজও বাতিল বহু ট্রেন (Train Cancel)। বিক্ষোভের জেরে সোমবার এখনও পর্যন্ত সারাদিনে বাতিল করা হয়েছে ৩৪৮টি প্যাসেঞ্জার ট্রেন। এযাবৎকালের মধ্যে ইস্টার্ন রেলওয়েতে এত সংখ্যক ট্রেন বাতিল, এককথায় নজিরবিহীন। ঐতিহাসিকও বটে। বাতিল ১৮১টি মেল ট্রেন। মাঝরাস্তায় থামিয়ে দেওয়া হয়েছে ৩টি ট্রেনকে। আরও ১২টি ট্রেনের সময়সূচি বদলেছে। 

তবে সোমবার কোনও ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়নি। সময় পরিবর্তন হয়েছে বেশকিছু ট্রেনের। হাওড়া-নিউদিল্লি পূর্বা এক্সপ্রেস ছাড়বে বেলা ২টো ৫-এ। হাওড়া-ভোপাল সাপ্তাহিক এক্সপ্রেস ছাড়বে দুপুর ২টো বেজে ৩৫ মিনিটে। হাওড়া-নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস ছাড়বে বেলা ৩টে ৫-এ। হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস ছাড়বে বেলা ৩টে বেজে ১৫ মিনিটে। কলকাতা- জম্মু তাওয়াই ছাড়বে বেলা ৩টেয়। শিয়ালদা- জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস ছাড়বে বিকেল ৪টেয়। হাওড়া-বিকানের এক্সপ্রেস ছাড়বে বিকেল ৫টায়। 

আজও বাতিল কলকাতা-দ্বারভাঙা এক্সপ্রেস সহ আরও বেশকিছু ট্রেন। যার মধ্যে রয়েছে হাওড়া-যোগী নগরী ঋষিকেশ-দুন এক্সপ্রেস, শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেস, ভাগলপুর-রাঁচি এক্সপ্রেস, হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, সাহেবগঞ্জ-দানাপুর এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, কামাখ্যা- গয়া এক্সপ্রেস, ভাগলপুর-দানাপুর এক্সপ্রেস, ভাগলপুর-জয়নগর এক্সপ্রেস, কলকাতা-আজমগড় এক্সপ্রেস, ভাগলপুর-মুজফ্ফরনগর এক্সপ্রেস, বঙ্কা-রাজেন্দ্র নগর এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস প্রভৃতি ট্রেনগুলি।

আরও পড়ুন, Agnipath Scheme Protest:'অগ্নিপথ' বিক্ষোভে ভারত বনধের শঙ্কা! সরকারি সম্পত্তির নিরাপত্তায় রাজ্যকে চিঠি কেন্দ্রের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.