দুদিন আগেই হোলি শুরু হয়ে গেল বিধানসভায়

বিধানসভায় হোলি হ্যায়। দুদিন আগেই হোলি শুরু হল বিধানসভায়। আজ পকেটে করে হলুদ আর সবুজ আবির এনেছিলেন কংগ্রেস বিধায়কেরা।  প্রথমেই অধ্যক্ষের ঘরে গিয়ে তাঁর মাথায় আবির ছুঁইয়ে দেন কংগ্রেস বিধায়কেরা। এরপর আবীর দেন মন্ত্রীদের। পরে বাম বিধায়কদেরও আবীরে রাঙিয়ে দেন কংগ্রেস বিধায়কেরা। তবে প্রশ্ন উঠছে, বিধানসভায় যখন একসঙ্গে লড়ছে বাম ও কংগ্রেস, তখন হোলির আবীরের থেকে লাল রঙ বাদ কেন?

Updated By: Mar 10, 2017, 09:02 PM IST
দুদিন আগেই হোলি শুরু হয়ে গেল বিধানসভায়

ওয়েব ডেস্ক : বিধানসভায় হোলি হ্যায়। দুদিন আগেই হোলি শুরু হল বিধানসভায়। আজ পকেটে করে হলুদ আর সবুজ আবির এনেছিলেন কংগ্রেস বিধায়কেরা।  প্রথমেই অধ্যক্ষের ঘরে গিয়ে তাঁর মাথায় আবির ছুঁইয়ে দেন কংগ্রেস বিধায়কেরা। এরপর আবীর দেন মন্ত্রীদের। পরে বাম বিধায়কদেরও আবীরে রাঙিয়ে দেন কংগ্রেস বিধায়কেরা। তবে প্রশ্ন উঠছে, বিধানসভায় যখন একসঙ্গে লড়ছে বাম ও কংগ্রেস, তখন হোলির আবীরের থেকে লাল রঙ বাদ কেন?

আরও পড়ুন, শিক্ষকের চূড়ান্ত গাফিলতিতে হারিয়ে গেল মাধ্যমিকের ১৪৭টি অঙ্ক খাতা

আরও পড়ুন, আন্দোলনের নামে চিকিত্‍সাই লাটে আরামবাগে

.