ভূমিকম্প কতটা নিরাপদ শহর কলকাতা?

গতকালের ভূমিকম্প আতঙ্কের ছায়া ফেলেছে মহানগরে। প্রশ্ন উঠছে কলকাতার বাড়িগুলি কতটা সুরক্ষিত ? ভূমিকম্পের ধাক্কা কতদূর পর্যন্ত সহ্য করার ক্ষমতা রয়েছে এ শহরের ?

Updated By: Apr 12, 2012, 07:50 PM IST

গতকালের ভূমিকম্প আতঙ্কের ছায়া ফেলেছে মহানগরে। প্রশ্ন উঠছে কলকাতার বাড়িগুলি কতটা সুরক্ষিত ? ভূমিকম্পের ধাক্কা কতদূর পর্যন্ত সহ্য করার ক্ষমতা রয়েছে এ শহরের ?
কলকাতা শহরে মূলত চার ধরনের বাড়ি রয়েছে।
বহুতল বা উঁচু বাড়ি, মাঝারি উচ্চতার ফ্ল্যাট, পুরনো বাড়ি ও ঘিঞ্জি এলাকায় গড়ে ওঠা বিভিন্ন অবৈধ নির্মাণ। বিশেষজ্ঞরা বলছেন, বহু বছর আগে তৈরি হওয়া শহরের পুরনো বাড়িগুলি ভূমিকম্পের ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক। বিজ্ঞানসম্মতভাবে তৈরি না হওয়ায় একইরকম বিপজ্জনক ঘনবসতি এলাকায় গড়ে ওঠা নানা অবৈধ নির্মাণ।
প্রযুক্তিবিদদের পরামর্শ মেনে তৈরি হওয়ায় বড় সংস্থার তৈরি শহরের উঁচু বহুতলগুলি অপেক্ষাকৃত সুরক্ষিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু, সমস্যা মাঝারি উচ্চতার ফ্ল্যাটবাড়ির ক্ষেত্রে। বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ ক্ষেত্রেই মাঝারি উচ্চতার ফ্ল্যাটগুলি বিজ্ঞানসম্মতভাবে তৈরি হয় না। বেশি লাভ করার জন্য প্রোমোটার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়াই নিজের খুশিমতো ফ্ল্যাটের নকশা তৈরি করেন। ফলে, ভূমিকম্পের ক্ষেত্রে এই ধরণের বাড়ির বিপদ বেশি।
ক্রেতারা সচেতন হলে তবেই প্রোমোটার বাড়ির গুণমান বজায় রাখতে বাধ্য হবেন। তা না হলে বিপদের আশঙ্কা থেকেই যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
 

.