"কত টাকা খরচ হয়েছে মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে?"
ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন রেড রোডে শপথ বাক্য পাঠ করছেন। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর, গোটা মন্ত্রিসভা নিয়ে নবান্নমুখী হবেন। সেই সময়ই 'আলিমুদ্দিন' থেকে ধেয়ে এল 'নারদ বিতর্ক'। প্রাক্তন বিরোধী দলনেতা টুইট করলেন, "নির্বাচনী প্রচার সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, নারদকাণ্ডের কথা আগে জানলে অভিযুক্তদের টিকিট দিতেন না। এখন দেখা যাচ্ছে নারদ ইস্যুতে অভিযুক্তরাই স্থান পেয়েছে মন্ত্রিসভায়"।
Cm during election campaign said of denying tickets 2 Narada accused if known earlier!! All r now part of her new ministry!!! Hypocrisy!!!
— Surjya Kanta Mishra (@SurjyaKMishra) May 27, 2016
শুধু এখানেই থেমে থাকেননি সিপিআইএম পলিটবুরো। তাঁর আরও কটাক্ষ, " বাংলার মানুষের কোটি কোটি টাকা খরচ করে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে"। তিনি মমতাকে সরাসরি প্রশ্ন করেছেন, "কত কোটি টাকা খরচ হল এই শপথ গ্রহণ অনুষ্ঠানে?"
As Bengal bleeds & burns crores of public money is drained in d name of oath taking ceremony!How many crores of d people is wasted madam CM?
— Surjya Kanta Mishra (@SurjyaKMishra) May 27, 2016