কার্টুনকাণ্ডে পুলিস কমিশনারকে ডেকে পাঠাল মানবাধিকার কমিশন
কার্টুনকাণ্ডে নয়া মোড়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অম্বিকেশ মহাপাত্রকে পুলিস গ্রেফতার করেছিল ফেসবুকে অশ্লীল কার্টুন ফরোয়ার্ড করার দায়ে। ঘটনায় কলকাতা পুলিসের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল রাজ্য মানবাধিকার কমিশন। এবার সরাসরি ওই ঘটনায় কলকাতার পুলিস কমিশনারকে ডেকে পাঠাল কমিশন।
কার্টুনকাণ্ডে নয়া মোড়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অম্বিকেশ মহাপাত্রকে পুলিস গ্রেফতার করেছিল ফেসবুকে অশ্লীল কার্টুন ফরোয়ার্ড করার দায়ে। ঘটনায় কলকাতা পুলিসের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল রাজ্য মানবাধিকার কমিশন। এবার সরাসরি ওই ঘটনায় কলকাতার পুলিস কমিশনারকে ডেকে পাঠাল কমিশন।
ফেসবুকে মুখ্যমন্ত্রীকে নিয়ে ব্যাঙ্গচিত্র ফরোয়ার্ড করার দায়ে গ্রেফতার হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। তার আগেই স্থানীয় কয়েকজন তৃণমূল কংগ্রেসকর্মী তাঁকে `উচিত শিক্ষা` দিতে নিগ্রহ করে এবং জোর করে মুচলেকা লিখিয়ে নেয়। তারপর তাদের উদ্যোগেই পুলিস গ্রেফতার করে অম্বিকেশ মহাপাত্রকে। জামিনযোগ্য ধারায় গ্রেফতার হলেও থানা থেকে জামিন না দিয়ে আদালতে পেশ করা হয়েছিল অধ্যাপককে।
এই গ্রেফতারের ঘটনায় রাজ্যজুড়ে তোলপাড় হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা প্রতিবাদে পথে নেমেছিলেন। যে ফেসবুকে ছবি পাঠানো নিয়ে এত শোরগোল সেই ফেসবুক উপচে পড়ে প্রতিবাদের ছবিতে। তুমুল সমালোচিত হয় পুলিস। ঘটনার পরিপ্রেক্ষিতে স্বতপ্রণোদিত অভিযোগ দায়ের করে পুলিসের কাছে রিপোর্ট চায় রাজ্য মানবাধিকার কমিশন।
আদতে কলকাতা পুলিসের রিপোর্টে সন্তুষ্ট হতে পারেনি কমিশন। যে অভিযোগে গ্রেফতার করা হয়েছিল অধ্যাপককে তার থেকেও মারাত্মক অভিযোগ ছিল অভিযুক্তদের বিরুদ্ধে। কিন্তু পুলিস ক্ষমতাসীন রাজনৈতিক দলের পক্ষ নিয়েছিল বলেই অভিযোগ ওঠে।