নিজস্ব প্রতিবেদন: মাতৃভাষা থাকবে মাতৃভাষার জায়গাতেই। সঙ্গে দেশজুড়ে হিন্দি চালু হলে আপত্তি কোথায়? হিন্দি নিয়ে শুধু শুধু রাজনীতি করছে বিরোধীরা। সোমবার নিউটাউনের কোল ভবনে সিআরপিএফের হিন্দি দিবস পালন অনুষ্ঠানে এমনটাই বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন নিজের হিন্দির দক্ষতা নিয়ে বাবুলের রসিকতায় হাসির রোল ওঠে সভাগৃহে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সতেরো দিনের ছুটিতে আছেন রাজীব কুমার, সিবিআই-এর চিঠির উত্তর দিল নবান্ন


বাবুল বলেন, আমি যখন প্রথম মুম্বই যাই, 'বাংলার সঙ্গে 'হ্যায়' যোগ করে হিন্দি বলতাম। সমস্ত বাঙালিই বাংলার সঙ্গে 'হ্যায়' আর 'জি' যোগ করে হিন্দি বলেন। আর এমন একজন লোককেই আপনাদের হিন্দি দিবসের অনুষ্ঠানে ডাকলেন? আর লোক পেলেন না?' বাবুলের এই মন্তব্যে সভাগৃহে হাসির রোল ওঠে। 


এর পরই অমিত শাহের মন্তব্যকে সমর্থন করে বাবুল বলেন, 'প্রত্যেকের মাতৃভাষার প্রাধান্য অক্ষুণ্ণ রেখে দেশ জুড়ে হিন্দি চালু করলে  আপত্তি কোথায়? হিন্দির মাধ্যমে গোটা ভারত এক সুতোয় বাঁধবে। বিরোধীরা এই নিয়ে অহেতুক রাজনীতি করছে। বিরোধিতার জন্য বিরোধিতা করা উচিত নয়।'


 



বলে রাখি, গত শনিবার হিন্দি দিবসে এক টুইটে গোটা দেশে হিন্দি চালুর প্রস্তাব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ। হিন্দিই গোটা দেশকে এক সুতোয় বাঁধতে পারে বলে মন্তব্য করেন তিনি। অমিত শাহের এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে আঞ্চলিক দলগুলি। এমনকী কর্নাটকে বিজেপির মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাও কর্নাটকের প্রধান ভাষা কন্নড় বলে টুইটে স্পষ্ট করেছেন তিনি।