এ রাজ্যে লড়াই শুধু বাম বনাম তৃণমূলের, দাবি সূর্যকান্তের

ভোট বিশেষজ্ঞরা বলছেন এই প্রথম এ রাজ্যে চতুমুর্খী লড়াই হবে। কিন্তু সিপিআইএম মনে করছে, মূল লড়াই দ্বিমুখী। এবং সেই লড়াই তৃণমূল কংগ্রেস বনাম বামেদের। আজ এমনই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তার অভিযোগ কংগ্রেসে এবং বিজেপি যে প্রার্থী তালিকা দিয়েছে তার থেকেই স্পষ্ট তারা তৃণমূল কংগ্রেসকেই ওয়াকওভার দিয়েছে। কংগ্রেস আর বিজেপির ভোট কাটাকাটির ফর্মুলা কোন শিবিরের পক্ষে যাবে তানিয়ে বিতর্ক তুঙ্গে। আর ঠিক সেইসময় রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র সম্পূর্ণ পাল্টা তত্ত্ব দিলেন। তিনি বললেন লোকসভা নির্বাচনে রাজ্যে লড়াই হবে দ্বিমুখী।

Updated By: Mar 22, 2014, 09:54 PM IST

ভোট বিশেষজ্ঞরা বলছেন এই প্রথম এ রাজ্যে চতুমুর্খী লড়াই হবে। কিন্তু সিপিআইএম মনে করছে, মূল লড়াই দ্বিমুখী। এবং সেই লড়াই তৃণমূল কংগ্রেস বনাম বামেদের। আজ এমনই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তার অভিযোগ কংগ্রেসে এবং বিজেপি যে প্রার্থী তালিকা দিয়েছে তার থেকেই স্পষ্ট তারা তৃণমূল কংগ্রেসকেই ওয়াকওভার দিয়েছে। কংগ্রেস আর বিজেপির ভোট কাটাকাটির ফর্মুলা কোন শিবিরের পক্ষে যাবে তানিয়ে বিতর্ক তুঙ্গে। আর ঠিক সেইসময় রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র সম্পূর্ণ পাল্টা তত্ত্ব দিলেন। তিনি বললেন লোকসভা নির্বাচনে রাজ্যে লড়াই হবে দ্বিমুখী।

বিরোধী দলনেতার মতে কংগ্রেস লড়ার অবস্থায় নেই। বিজেপির কাছে মাটি নেই। তৃণমূলের উপর ভর করে লড়ছে। তাঁরাই সর্বশক্তি দিয়ে পদ্মকে আটকাবেন।

সিপিআইএম পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্রর দাবি কংগ্রেস এবং বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে স্পষ্ট তৃণমূলকে ওয়াকওভার দিয়েছে।

বিজেপির সঙ্গে আঁতাঁতের ইস্যুতে মুখ্যমন্ত্রীকে একহাত নিয়েছেন বিরোধী দলনেতা। নিজের অভিযোগের স্বপক্ষে টেনে এনেছেন বারাণসীতে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইন্দিরা ত্রিপাঠীর রাজনৈতিক অতীত। কারণ তিনি, আরএসএসের ভারত মহাসভার শীর্ষ স্থানীয় নেত্রী ছিলেন।

.