Abhijit Sen Passes Away: প্রয়াত প্রখ্যাত অর্থনীতিবিদ অভিজিৎ সেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু
সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রখ্যাত কৃষি অর্থনীতিবিদ অভিজিৎ সেন। গতকাল রাত ১১ টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তিনি।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াত বিশিষ্ট অর্থনীতিবিদ অভিজিৎ সেন (Avijit Sen)। সোমবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। সোমবার রাত ১১ টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে আর কিছু করার ছিল না বলে জানিয়েছেন তাঁর ভাই প্রণব সেন। তিনি বলেন, "রাত ১১টা নাগাদ দাদার হার্ট অ্যাটাক হয় ৷ আমরা তাঁকে নিয়ে হাসপাতালে ছুটে যাই ৷ কিন্তু সেখানে পৌঁছনোর আগেই সব শেষ হয়ে গিয়েছে ৷"
অর্থনীতিবিদ অভিজিৎ সেন ছিলেন প্ল্যানিং কমিশনের প্রাক্তন সদস্য। এমনকী একজন অর্থনীতিবিদ যিনি জাতীয় পরিসংখ্যান কমিশনের চেয়ারম্যান এবং ভারতের প্রধান পরিসংখ্যানবিদ ছিলেন। 'কমিশন অফ এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস' -এর একটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে ছিলেন। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্ল্যানিং কমিশনের সদস্য ছিলেন। মনমোহন সিং দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন এই দায়িত্ব নির্বাহ করেন অর্থনীতিবিদ অভিজিৎ সেন।
তিনি এক রিপোর্টে সুপারিশ করেছিলেন যে কৃষি খরচ ও মূল্য কমিশনকে (সিএসিপি) ক্ষমতাপ্রাপ্ত সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে গড়ে তোলা হবে। যে সংস্থা কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করবে। প্রসঙ্গত সেই সময় এই নীতি সরকার মেনে নিতে বাধ্যও ছিল। উৎপাদনের ক্ষেত্রে যাকে বলা হয় C2 খরচ, সেই মূল্য নির্ধারণ করার কথাই এই কমিটির মাধ্যমে সুপারিশ করা হয়েছিল। মালিকানাধীন জমি এবং স্থায়ী মূলধন সম্পদের উপর খাজনা/সুদ বর্জন করার মতো বিষয়গুলিও বলা হয়েছিল কমিটি রিপোর্টে। কৃষক গোষ্ঠীর উপর এই রিপোর্ট পরবর্তীতে কৃষি অর্থনীতিতে "স্বামীনাথন সূত্র"কে এগিয়ে নিয়ে যাওয়ার পথ প্রশস্ত করেছিল।
পরে এম এস স্বামীনাথনের নেতৃত্বাধীন কৃষকদের জাতীয় কমিশন, যেটি এপ্রিল ২০০৬-এ তার চূড়ান্ত প্রতিবেদন দিয়ে সুপারিশ করেছিল যে ফসলের এমএসপিগুলি 'C2' খরচের চেয়ে কমপক্ষে ৫০ শতাংশ বেশি হবে। অভিজিৎ সেন কমিটি অবশ্য প্রস্তাব করেছিল যে শুধুমাত্র দক্ষ উৎপাদক অঞ্চলের ব্যাপক 'C2' খরচ বিবেচনা করা হবে। 'দারিদ্র্যসীমার নীচে' এবং 'দারিদ্র্যসীমার উপরে' বিভাগগুলিকে সরিয়ে দিলে এটি চাল এবং গমের জন্য অভিন্ন কেন্দ্রীয় ইস্যু মূল্য-সহ একটি সর্বজনীন জনবন্টন ব্যবস্থার পক্ষপাতী। পরে তা ইউপিএ সরকারের ২০১৩ সালের জাতীয় খাদ্য নিরাপত্তা আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা এখন দেশের জনসংখ্যার এক তৃতীয়াংশেরও বেশি জনসংখ্যাকে কেজি প্রতি ২ টাকা এবং ৩ টাকা দামে গম এবং চাল সরবরাহ করে।
নীতিনির্ধারণের পাশাপাশি, অভিজিৎ সেন ১৯৮১ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পিএইচডি করেন। তিনি একজন বিশিষ্ট একাডেমিকও বটে। তাঁর গবেষণাপত্রের বিষয় ছিল "ভারতের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নের জন্য কৃষি প্রতিবন্ধকতা"। তিনি ১৯৮৫ সালে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) অর্থনীতি ও পরিকল্পনা বিভাগে যোগ দেন। এই কেন্দ্রে প্রভাত এবং উত্সা পট্টনায়েক, কৃষ্ণ ভরদ্বাজ, অমিত ভাদুড়ি, দীপক নায়ার, সি পি চন্দ্রশেখর এবং জয়তীর মতো অন্যান্য সুপরিচিত অধ্যাপকরাও ছিলেন। জয়তী ঘোষ (তাঁর স্ত্রী)এবং তিনি একটি শক্তিশালী বাম-উদারপন্থী মনোভাবের সঙ্গে সমালোচনামূলক অর্থনৈতিক চিন্তাধারার জন্য খ্যাতি অর্জন করেছিলেন যা পরিমাণগত গবেষণার ভিত্তি ছিল।
আরও পড়ুন, Madhya Pradesh: জরাজীর্ণ বাড়ি সারাইয়ের কাজে গিয়ে উদ্ধার প্রাচীন স্বর্ণমুদ্রা! তারপর...