অমানবিতার শিকার মনামি

ছ`মাস আগে অনেক স্বপ্ন নিয়ে বাড়ির অমতে আশিষ মণ্ডলকে বিয়ে করেন দমদমের বাসিন্দা মনামি মণ্ডল। প্রাপ্তবয়স্ক হলেও তার পছন্দ করা পাত্রকে মেনে নেয়নি তাঁর পরিবার। মেয়েকে ঘরে ফেরাতে উদ্যোগী হয় মনামির পরিবার। কখনও চুরির অভিযোগ তো কখনও আবার বাড়িতে ঢুকে স্বামী আশিষ মণ্ডলকে মারধর। বাদ দেওয়া হয়নি কোনকিছুই।

Updated By: Aug 7, 2013, 11:06 AM IST

ছ`মাস আগে অনেক স্বপ্ন নিয়ে বাড়ির অমতে আশিষ মণ্ডলকে বিয়ে করেন দমদমের বাসিন্দা মনামি মণ্ডল। প্রাপ্তবয়স্ক হলেও তার পছন্দ করা পাত্রকে মেনে নেয়নি তাঁর পরিবার। মেয়েকে ঘরে ফেরাতে উদ্যোগী হয় মনামির পরিবার। কখনও চুরির অভিযোগ তো কখনও আবার বাড়িতে ঢুকে স্বামী আশিষ মণ্ডলকে মারধর। বাদ দেওয়া হয়নি কোনকিছুই।
বর্তমানে মনামি অন্তসত্ত্বা। এঅবস্থায় শ্বশুড় বাড়ি না ছাড়লে তাঁকে ও তাঁর স্বামীকে প্রাণে মারার হুমকিও দেওয়া হত বলে অভিযোগ। অসহায় দম্পতি থানায় অভিযোগ জানাতে গেলে সেখানেও তাঁদের হেনস্থা করা হয় বলে অভিযোগ  মনামি এবং আশিষ মণ্ডলের।

.