অসহিষ্ণুতার প্রতিবাদে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ শঙ্খ ঘোষ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়রা

অসহিষ্ণুতার প্রতিবাদে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ শিল্প ও সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরা। প্রতিকার চেয়ে রাষ্ট্রপতিকে খোলা চিঠি দিলেন বাংলার শিক্ষা ও সংস্কৃতি জগতের প্রতিনিধিরা। শঙ্খ ঘোষ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়সহ চিঠিতে স্বাক্ষর করেছেন সত্তর জন।

Updated By: Oct 15, 2015, 08:42 AM IST

ওয়েব ডেস্ক: অসহিষ্ণুতার প্রতিবাদে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ শিল্প ও সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরা। প্রতিকার চেয়ে রাষ্ট্রপতিকে খোলা চিঠি দিলেন বাংলার শিক্ষা ও সংস্কৃতি জগতের প্রতিনিধিরা। শঙ্খ ঘোষ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়সহ চিঠিতে স্বাক্ষর করেছেন সত্তর জন।

এই মৃত্যু উপত্যকা আমার দেশ না-

এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। বলেছেন কবি। কিন্তু এ কোন পথে চলেছি আমরা!

কুসংস্কারের বিরুদ্ধে আওয়াজ তুলে দুষ্কৃতীদের বুলেটের টার্গেট  নরেন্দ্র দাভোলকার। মূর্তিপুজোর বিরোধিতা করে নৃশংসভাবে খুন  এম এম কালবুর্গি।

উত্তরপ্রদেশের দাদরিতে গোমাংস খাওয়ার গুজব রটিয়ে  গণপিটুনিতে খুন মহম্মদ আখলাক।

অসহিষ্ণুতার প্রতিবাদে ইতিমধ্যেই সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার ফিরিয়ে দিয়েছেন ২০ জনেরও বেশি সাহিত্যিক।

সাহিত্য অ্যাকাডেমির পদ থেকে ইস্তফা দিয়েছেন বিদ্বজ্জনেরা।

দাদরিকাণ্ডসহ দেশের সাম্প্রতিক ঘটনাবলীর প্রতিবাদে এবার সোচ্চার বাংলার শিক্ষা ও সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরা। প্রতিকারের আর্জি জানিয়ে বুধবার  রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে খোলা চিঠি পাঠিয়েছেন তাঁরা।   

ওঁরা বলছেন...প্রতিবাদে সবাই একসুর। তবে পথ নিয়ে ওঁরা ভিন্নমত।

সর্বজনীন এই প্রতিবাদে রাষ্ট্রপ্রধানের টনক নড়বে কি? রাষ্ট্রপতি ভবনের দিকেই আপাতত তাকিয়ে শিক্ষা ও সংস্কৃতি মহল।

 

.