অটো চালকদের কী করণীয় তা বোঝাতেই সাংঠনিক স্তরে উদ্যোগ INTTUC-র

বেলাগাম অটো দৌরাত্ম্যে রাশ টানতে এবার সাংগঠনিক স্তরে বার্তা দেওয়ার উদ্যোগ। গড়িয়াহাটে দক্ষিণ কলকাতা অটো ইউনিয়নের কর্মশালা। অটো চালকদের কী করণীয় তা বোঝাতেই এবার সাংঠনিক স্তরে উদ্যোগ নিল INTTUC। এই কর্মশালায় থাকছেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

Updated By: Sep 25, 2016, 05:00 PM IST
অটো চালকদের কী করণীয় তা বোঝাতেই সাংঠনিক স্তরে উদ্যোগ INTTUC-র

ওয়েব ডেস্ক: বেলাগাম অটো দৌরাত্ম্যে রাশ টানতে এবার সাংগঠনিক স্তরে বার্তা দেওয়ার উদ্যোগ। গড়িয়াহাটে দক্ষিণ কলকাতা অটো ইউনিয়নের কর্মশালা। অটো চালকদের কী করণীয় তা বোঝাতেই এবার সাংঠনিক স্তরে উদ্যোগ নিল INTTUC। এই কর্মশালায় থাকছেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

আরও পড়ুন মোবাইল কানে পথ চলা রুখতে সব জায়গায় পুলিসের উদ্যোগ সমান নয় কেন?

গত কয়েকদিনে বারবার অটো দৌরাত্ম্যের সাক্ষী থেকেছে শহর। গৌরীবাড়িতে অটো দুর্ঘটনার বলি হয় কলেজ ছাত্রী। এর পর উনিশ তারিখ সল্টলেক সিটি সেন্টারের কাছে চালক সহ দু জনের মৃত্যু হয়। অটো দৌরাত্ম্যের শিকার হয়েছেন খোদ খাদ্যমন্ত্রীও। খাদ্যভবনের সামনে তার সঙ্গে  দুর্ব্যবহার করে অটো চালক। এই পরিস্থিতিতে অটো চালকদের নেতারা কী বার্তা দেন সেদিকেই নজর।

আরও পড়ুন এই নম্বরে ফোন করলেই পেয়ে যাবেন জিও সিম!

.