কেটে গেছে তিনদিন, এখনও নিখোঁজ ছন্দা, পরিবারের দাবি মেনে তল্লাসি অভিযান শুরু রাজ্যের

তল্লাসি অভিযান ঘোষণার পর পেরিয়ে গিয়েছে তিনদিন। এখনও নিখোঁজ ছন্দা গায়েন। আজ সকালে উদ্ধারকাজ শুরু না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে ছন্দার পরিবার। তারপরই নড়েচড়ে বসে রাজ্য সরকার। পরিবারের দাবি মেনে শেরপাদের সংস্থাকে উদ্ধারের কাজে লাগানোর সিদ্ধান্ত হয়।

Updated By: May 23, 2014, 08:05 PM IST

তল্লাসি অভিযান ঘোষণার পর পেরিয়ে গিয়েছে তিনদিন। এখনও নিখোঁজ ছন্দা গায়েন। আজ সকালে উদ্ধারকাজ শুরু না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে ছন্দার পরিবার। তারপরই নড়েচড়ে বসে রাজ্য সরকার। পরিবারের দাবি মেনে শেরপাদের সংস্থাকে উদ্ধারের কাজে লাগানোর সিদ্ধান্ত হয়।

ছন্দার পরিবার দাবি মেনে আজ শেরপাদের সংস্থাকে টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ঠিক হয়েছে, তল্লাসি চালাবেন শেরপারাই। রাজ্যের প্রতিনিধিদল উদ্ধারকাজ তদারকি করবে। বাড়ির মেয়ের ফেরার আশায় বসে পরিবার। চোখে অপেক্ষা।

কিন্তু মনের কোণে ক্রমেই দানা বাঁধছে ক্ষোভ।

শুক্রবার দিনভর জটিলতা চলেছে ছন্দার উদ্ধার কাজ নিয়ে।

মিংমা শেরপার যে সংস্থা উদ্ধারকাজ চালাচ্ছিল তাঁরা টাকার অভাবে শুক্রবার আর কাজেই নামেননি।

মূলত উদ্ধারকারী দলের দুই সদস্য উজ্জ্বল রায় এবং দেবাশিস নন্দীকে নিয়ে আপত্তি তোলে গায়েন পরিবার। এনিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাওয়ায় ছন্দার মা জয়া গায়েনকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পরিবারের তরফে অভিযোগের আঙুল তোলা হয় নেতা-মন্ত্রীদের দিকেও। অভিযোগ ওঠে, এই উদ্ধার অভিযান নিয়ে কোনওরকম তথ্য তাঁদের জানানো হচ্ছে না।

ক্ষোভ আঁচ করেই শেষপর্যন্ত ছন্দা গায়েনের উদ্ধারকাজ নিয়ে তত্‍পর হয়ে ওঠে রাজ্য সরকার। পরিবারের দাবি মেনে তল্লাসি অভিযানের জন্য টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক হয়েছে, ছন্দার খোঁজে তল্লাসি চালাবেন শেরপারাই। রাজ্য সরকার যে তিন সদস্যের প্রতিনিধিদল পাঠিয়েছে তাঁরা ইতিমধ্যেই বেসক্যাম্পে পৌছে গেছে। তল্লাসি অভিযান তদারকি করবেন তাঁরা। ছন্দার খোঁজ না মেলা পর্যন্ত দফায় দফায় তল্লাসি অভিযান চালানো হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে।

.