আজও সারাদিন ধরে চলবে বৃষ্টি, পুজোরা বাজার মাটি হওয়ার আশঙ্কা

একদিকে যখন পুজোর প্রস্তুতি তুঙ্গে, তখনই বৃষ্টিও বেশ লম্বা ইনিংস খেলছে। বঙ্গোপাসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে আজ সারাদিন ধরে চলবে বৃষ্টিপাত। এমন কথাই জানাল আবহাওয়া দফতর। আর মাত্র দশদিন পরেই দুর্গাপুজো, তার আগে পুজোর কেনাকাটার বাজার যখন তুঙ্গে, তখন এই বৃষ্টি চিন্তার ভাঁজ ফেলেছে ব্যবসায়ীদের কপালে।

Updated By: Sep 30, 2013, 10:21 AM IST

একদিকে যখন পুজোর প্রস্তুতি তুঙ্গে, তখনই বৃষ্টিও বেশ লম্বা ইনিংস খেলছে। বঙ্গোপাসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে আজ সারাদিন ধরে চলবে বৃষ্টিপাত। এমন কথাই জানাল আবহাওয়া দফতর। শনিবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। রবিবারও সারাদিন ধরে চলতে থাকে বারিধারা। আর মাত্র দশদিন পরেই দুর্গাপুজো, তার আগে পুজোর কেনাকাটার বাজার যখন তুঙ্গে, তখন এই বৃষ্টি চিন্তার ভাঁজ ফেলেছে ব্যবসায়ীদের কপালে।
পুজোর মুখে নিম্নচাপের বৃষ্টিতে চিন্তায় শহরবাসীও। পাড়ায় পাড়ায় প্যান্ডেল তৈরি প্রায় শেষ। কিন্তু অকাল বৃষ্টিতে মাটি হতে বসেছে পুজোর আনন্দ। পুজোতেও মুখ ভারি থাকবে আকাশের এটাই এখন প্রশ্ন সবার।

.