'বঙ্গভঙ্গ সইয়ের চেয়ারে বসে নববর্ষের বার্তা রেকর্ড', ধনখড়ের টুইট ঘিরে 'নিন্দা'র ঝড়
কার্জনের চেয়ারে বসে কেন গর্ব অনুভব করছেন রাজ্যপাল? সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়।
নিজস্ব প্রতিবেদন : বছর শেষের দিন সাতসকালে রাজ্য়পাল জগদীপ ধনখড়ের একটি টুইট। আর সেই টুইট ঘিরে দিনভর সোশ্যাল মিডিয়ায় চলছে বিতর্ক, সমালোচনা।
এদিন সকালে একটি টুইট করে জগদীপ ধনখড় রাজ্যবাসীর জন্য নতুন বছরের শুভেচ্ছা বার্তা রেকর্ড করার খবর জানান। টুইটে ধনখড় লেখেন, "১৯০৫ সালে যে টেবিলে বসে লর্ড কার্জন বঙ্গভঙ্গের প্রস্তাবে স্বাক্ষর করেছিলেন, রাজভবনের লাইব্রেরির সেই টেবিলে বসেই পশ্চিমবঙ্গে মানুষের জন্য নতুন বছরের শুভেচ্ছা বার্তা রেকর্ড করলাম।"
Recording of New Year Message for the people of State of West Bengal in the historical Raj Bhawan Library while sitting on the iconic table from which Lord Curzon signed first Partition of Bengal in 1905. pic.twitter.com/aMDu9hNWZ0
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 31, 2019
আরও পড়ুন, ফিরে দেখা ২০১৯: শক্তি বাড়লেও বাংলায় বিজেপির 'মুখ'-এর খোঁজ, তৃণমূলের লড়াই 'অস্তিত্বরক্ষা'র
ধনখড়ের এই টুইটের পরই তীব্র সমালোচনা করে তৃণমূল, বাম উভয় শিবির। সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। বাংলাকে ভাগ করেছিলেন যে কার্জন, তাঁর চেয়ারে বসে কেন গর্ব অনুভব করছেন রাজ্যপাল? প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় সরব বামেরা।
আরও পড়ুন, দুনিয়ার দরবারে ভারত, ২০১৯: চাঁদে বিক্রম, নোবেলে বিশ্বজয়
কাউকে কাউকে সোশ্যাল মিডিয়ায় জগদীপ ধনখড়কে 'ব্রিটিশদের দালাল' বলেও উল্লেখ করতে দেখা যায়।