অগ্নিগর্ভ বাজারে আজ জামাইষষ্ঠীর `আইপিএল`

গতকাল ইডেনে রাজকীয় নাইট আদরের পর মূখ্যমন্ত্রী জামাই ষষ্ঠীতে জামাই আদররেও কোনও ত্রুটি রাখেননি। সরকারিভাবে আধবেলা ছুটি ঘোষণা করেছেন। `সরকারি` জামাইরা একটু হাঁফ ছেড়ে বাঁচলেও, কিন্তু `বেসরকারি` জামাইরা চোখে সর্ষেফুল দেখছেন একটা গোটা ছুটি আদায় করার জন্য। বাজারে আম, লিচুর দাম অগ্নিমূল্য। মিষ্টির দোকানে রেশনের লাইন। মাছের বাজারে গলদা, ভেটকির মাটিতে পা পরছে না। সব নিয়ে একেবারে হিমিশিম খাচ্ছেন শ্বশুর। তবে জামাইয়েও থেমে নেই। রাস্তায় চোখে পড়ছে, গিন্নিকে সঙ্গে নিয়ে বেড়িয়েছেন। দু হাতে ব্যাগ ভর্তি আম, লিচু, মিষ্টির সমাহার। আজ এইসব নিয়ে মাখামাখি জামাই শ্বশুরের নির্ভেজাল প্রেম। শাশুড়ির আহ্লাদি আদর। আপনি যদি জামাই হোন জানান আমাদেরকে, কেমন কাটছে আপনার জামাইষষ্ঠী।

Updated By: Jun 4, 2014, 11:45 AM IST

গতকাল ইডেনে রাজকীয় নাইট আদরের পর মূখ্যমন্ত্রী জামাইষষ্ঠীতে জামাই আদরেও কোনও ত্রুটি রাখেননি। সরকারিভাবে আধবেলা ছুটি ঘোষণা করেছেন। `সরকারি` জামাইরা একটু হাঁফ ছেড়ে বাঁচলেও, কিন্তু `বেসরকারি` জামাইরা চোখে সর্ষেফুল দেখছেন একটা গোটা ছুটি আদায় করার জন্য। বাজারে আম, লিচুর দাম অগ্নিমূল্য। মিষ্টির দোকানে রেশনের লাইন। মাছের বাজারে গলদা, ভেটকির মাটিতে পা পরছে না। সব নিয়ে একেবারে হিমিশিম খাচ্ছেন শ্বশুর। তবে জামাইয়েও থেমে নেই। রাস্তায় চোখে পড়ছে, গিন্নিকে সঙ্গে নিয়ে বেড়িয়েছেন। দু হাতে ব্যাগ ভর্তি আম, লিচু, মিষ্টির সমাহার। আজ এইসব নিয়ে মাখামাখি জামাই শ্বশুরের নির্ভেজাল প্রেম। শাশুড়ির আহ্লাদি আদর। আপনি যদি জামাই হোন জানান আমাদেরকে, কেমন কাটছে আপনার জামাইষষ্ঠী।

.