ধর্মঘট নির্দেশিকার বিরোধিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়
ধর্মঘট নিয়ে রাজ্য সরকারের নির্দেশিকার এবার বিরোধিতার পথে নামল যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাজ্য সরকারকে অবিলম্বে এই নির্দেশিকা পুনর্বিবেচনা ও প্রত্যাহারের আর্জি জানানো হবে বিশ্ববিদ্যালয়ের তরফে। বুধবার বিশ্ববিদ্যালয়ের নবগঠিত এক্সিকিউটিভ কাউন্সলের বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় স্বশাসিত প্রতিষ্ঠান হওয়ায়, সরকার কোনও বিষয় এভাবে চাপিয়ে দিতে পারে না বলে মনে করছে কাউন্সিল।
ধর্মঘট নিয়ে রাজ্য সরকারের নির্দেশিকার এবার বিরোধিতার পথে নামল যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাজ্য সরকারকে অবিলম্বে এই নির্দেশিকা পুনর্বিবেচনা ও প্রত্যাহারের আর্জি জানানো হবে বিশ্ববিদ্যালয়ের তরফে। বুধবার বিশ্ববিদ্যালয়ের নবগঠিত এক্সিকিউটিভ কাউন্সলের বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয় স্বশাসিত প্রতিষ্ঠান হওয়ায়, সরকার কোনও বিষয় এভাবে চাপিয়ে দিতে পারে না বলে মনে করছে কাউন্সিল। আর সেজন্য ধর্মঘটে অনুপস্থিতদের শো-কজ বা মাইনে কাটা সংক্রান্ত নির্দেশিকা প্রত্যাহারের দাবি জানিয়ে রাজ্য সরকারকে এই চিঠি পাঠাতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।