Justice Abhijit Gangopadhyay: এজলাস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার বার অ্যাসোসিয়েশনের
হাইকোর্টে অচলাবস্থা কাটল।
![Justice Abhijit Gangopadhyay: এজলাস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার বার অ্যাসোসিয়েশনের Justice Abhijit Gangopadhyay: এজলাস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার বার অ্যাসোসিয়েশনের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/05/02/374320-high.jpg)
নিজস্ব প্রতিবেদন: অবশেষে অচলাবস্থা কাটল। ২১ দিনের মাথায় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) এজলাস বয়কটে সিদ্ধান্ত প্রত্যাহার করল বার অ্য়াসোসিয়েশন। ফের সওয়াল-জবাবে অংশ নিলেন আইনজীবীরা।
স্রেফ শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশই নয়, সিঙ্গল বেঞ্চের রায়ে ডিভিশন বেঞ্চের হস্তক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রশাসনিক নির্দেশ জারি করেছিলেন, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ৪ মামলায় তাঁর সিবিআই অনুসন্ধানের নির্দেশের নথি ও ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ জারির নথি পাঠানো হোক সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে! যা কার্যত নজিরবিহীন।
এদিকে শিক্ষক নিয়োগ মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশকে 'একপেশে' অ্যাখ্যা দেন হাইকোর্টের আইনজীবীদের একাংশ। শুধু তাই নয়, এজলাস বয়কটেরও সিদ্ধান্ত নেন তাঁরা। বার অ্যাসোসিয়েশনে বৈঠকে হাতাহাতিতে জড়ান তৃণমূল কংগ্রেস এবং বিজেপিপন্থী আইনজীবীরা। ১৩ এপ্রিল থেকে সওয়াল-জবাব বন্ধ ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। অবশেষে এদিন বয়কট প্রত্যাহার করে নেওয়া হল।
আরও পড়ুন: West Bengal: রেডিমেড পোশাক শিল্পে বাংলাদেশকে টেক্কা দিতে ঝাঁপাচ্ছে রাজ্য, সরকারের একগুচ্ছ বড় ঘোষণা