সিপিআইএম নেতাদের বিরুদ্ধে পাল্টা এফআইআর জ্যোতিপ্রিয়র

পুলিসের কাছে খুনের চক্রান্তের অভিযোগ দায়ের করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর নালিশ চার সিপিআইএম নেতা অমিতাভ নন্দী, রবীন দেব, রমলা চক্রবর্তী, রেখা গোস্বামীর বিরুদ্ধে। তাঁদের নির্দেশে সাতজন দুষ্কৃতী অস্ত্রশস্ত্র জড়ো করছে বলে থানায় লিখিত অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী।

Updated By: Jun 30, 2013, 10:51 PM IST

পুলিসের কাছে খুনের চক্রান্তের অভিযোগ দায়ের করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর নালিশ চার সিপিআইএম নেতা অমিতাভ নন্দী, রবীন দেব, রমলা চক্রবর্তী, রেখা গোস্বামীর বিরুদ্ধে। তাঁদের নির্দেশে সাতজন দুষ্কৃতী অস্ত্রশস্ত্র জড়ো করছে বলে থানায় লিখিত অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী।
ভোট প্রচারে গিয়ে বৃহস্পতিবার শাসনে তৃণমূলের বাইকবাহিনীর হাতে আক্রান্ত হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেখা গোস্বামী, সিপিআইএম নেত্রী রমলা চক্রবর্তী, জেলা পরিষদ প্রার্থী আসিফ নুরি বেগম সহ অন্যরা। পুলিসের কাছে অভিযোগ দায়ের হলেও কেউ গ্রেফতার হয়নি। রবিবার সিপিআইএম নেতা অমিতাভ নন্দী, রেখা গোস্বামী, সিপিআইএম নেত্রী রমলা চক্রবর্তী এবং রবীন দেবের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এফআইআরে তাঁকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মন্ত্রী।
 
তবে এখনই বিষয়টিকে বেশি গুরুত্ব দিতে নারাজ সিপিআইএম। সিপিআইএম নেতা গৌতম দেবের বিরুদ্ধে জমি মামলা, সুজন চক্রবর্তীর বিরুদ্ধে খুনের মামলা, রেজ্জাক মোল্লার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছে পুলিস। বিরোধী দলের তরফে বারবার অভিযোগ করা হয়েছে শাসকের চক্রান্তের। এবার খাদ্যমন্ত্রী সরাসরি এফআইআর দায়ের করায় বিরোধীদের সেই অভিযোগ আরও জোরালো হল।
 

.