এখনও অধরা মুন্না

এখনও অধরা কসবায় যুবক খুনে মূল অভিযুক্ত মুন্না ও তার সঙ্গীরা। মুন্নার সিন্ডিকেটরাজ ও তোলাবাজির প্রতিবাদ করে খুন হন কসবার যুবক মনোজ সাউ। খুনের পর চব্বিশ ঘণ্টা কেটে গেলেও মুন্নার হদিশই করতে পারল না পুলিস। অভিযোগ, শাসকদলের ঘনিষ্ঠ হওয়াতেই মুন্নাকে গ্রেফতারের জন্য সক্রিয় হচ্ছে না পুলিস।

Updated By: May 25, 2014, 07:55 PM IST

এখনও অধরা কসবায় যুবক খুনে মূল অভিযুক্ত মুন্না ও তার সঙ্গীরা। মুন্নার সিন্ডিকেটরাজ ও তোলাবাজির প্রতিবাদ করে খুন হন কসবার যুবক মনোজ সাউ। খুনের পর চব্বিশ ঘণ্টা কেটে গেলেও মুন্নার হদিশই করতে পারল না পুলিস। অভিযোগ, শাসকদলের ঘনিষ্ঠ হওয়াতেই মুন্নাকে গ্রেফতারের জন্য সক্রিয় হচ্ছে না পুলিস।

শুক্রবার রাতে বোসপুকুর রোডে স্থানীয় যুবক মনোজ সাউকে পিটিয়ে খুন করে দুষ্কৃতী মুন্না ও তার দলবল। চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও অধরা মূল অভিযুক্ত মুন্না, বিধান ও তার শাগরেদরা। ফলে আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে বাসিন্দাদের।

শুক্রবার রাতেই মুন্নার এক সঙ্গী কুতুবউদ্দিনকে গ্রেফতার করেছিল পুলিস। তবে তাকে জেরা করে মুন্নার হদিশ করতে পারে নি পুলিস। ঘটনার পর থেকে বোস পুকুর রোডে মুন্নার ফ্যাটে তালা। হদিশ নেই সঙ্গী বিধানেরও।

কিন্তু কে এই মুন্না, যার দাপটে পুলিসও এতদিন নিষ্ক্রিয় ছিল? ২০০৫-এ কসবা এলাকার জোড়া খুনে মূল অভিযুক্ত মুন্না। অভিযোগ, শাসকদলের ছায়ায় থেকে এলাকার প্রোমোটারদের কাছ থেকে তোলা আদায় করা ছাড়াও বিভিন্ন অপরাধে যুক্ত মুন্না। তোলাবাজির টাকাতেই এলাকায় ৫টি ফ্লাট, দামি গাড়ি, দুটি বাইকের মালিক হয়ে ওঠে এই দুষ্কৃতী।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, শাসকদলের নেতা -মন্ত্রীদের কাছে বার বার বলা সত্তেও মুন্নার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিস। শাসকদলের প্রভাবেই এবারও হয়ত পার পেয়ে যাবে এই দুষ্কৃতী, সন্দেহ এলাকাবাসীর।

.