অফিসে তালা, তাই কলকাতা পুরসভার কাউন্সিলার কাজ সারছেন গাছতলায়
জনগণের রায়ে জিতেছেন। তবু ঠাঁই হচ্ছে না ওয়ার্ড অফিসে। বাধ্য হয়ে গাছতলায় বসে কাজ সারছেন সদ্য জিতে আসা বিরোধী দলের কাউন্সিলর। কলকাতা পুরসভার ১২৭ নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলরের এখন এটাই পরিণতি। অভিযোগ, তাঁর ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে তৃণমূল।
ওয়েব ডেস্ক: জনগণের রায়ে জিতেছেন। তবু ঠাঁই হচ্ছে না ওয়ার্ড অফিসে। বাধ্য হয়ে গাছতলায় বসে কাজ সারছেন সদ্য জিতে আসা বিরোধী দলের কাউন্সিলর। কলকাতা পুরসভার ১২৭ নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলরের এখন এটাই পরিণতি। অভিযোগ, তাঁর ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে তৃণমূল।
অভাব-অভিযোগ জানাতে সকাল সকাল ওয়ার্ড অফিসে এসেছিলেন জানকী করণ, মুন্নি দেবীরা। এসেই চক্ষু চড়কগাছ তাঁদের। কাউন্সিলর নীহার ভক্ত বসে রয়েছেন গাছতলায়।
কলকাতা পুরসভার ১২৭ নম্বর ওয়ার্ড এবার তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে বামেরা। অভিযোগ, তার জেরেই তালা ঝোলানো হয়েছে কাউন্সিলরের ঘরে।
বাসিন্দাদের অভিযোগ, কাউন্সিলরের কাছে যাওয়ায় হুমকিও শুনতে হচ্ছে তাঁদের। শুধু ১২৭ নম্বর নয়, ওয়ার্ড অফিসে তালা ঝোলানোর ঘটনা ঘটেছে ১০৩ নম্বর ওয়ার্ডেও।