Covid Vaccine: জোড়-বিজোড় পদ্ধতি বাতিল, ফের ভ্যাকসিন নীতি বদলের পথে কলকাতা পুরসভা

সোমবার থেকে চালু হচ্ছে নয়া নিয়ম। 

Updated By: Aug 19, 2021, 04:30 PM IST
Covid Vaccine: জোড়-বিজোড় পদ্ধতি বাতিল, ফের ভ্যাকসিন নীতি বদলের পথে কলকাতা পুরসভা

নিজস্ব প্রতিবেদন: প্রথমে ডোজের জন্য লম্বা লাইন। দ্বিতীয় ডোজের দিন ভিড় অপেক্ষাকৃত অনেক কম। কলকাতায় ফের ভ্যাকসিন নীতি বদলের পথে পুরসভা। সোমবার থেকে আবার স্লট টাইমিং সিস্টেমেই চলবে টিকাকরণ।

সংক্রমণের তৃতীয় ঢেউ-র আশঙ্কা বাড়ছে ক্রমশই। শহরের বিভিন্ন টিকাকেন্দ্রে যখন ভিড় জমাচ্ছেন বহু মানুষ, তখন ভ্যাকসিনেশনের ক্ষেত্রে জোড়-বিজোড় পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। জানানো হয়, মঙ্গল, বৃহস্পতি ও  শনিবার দেওয়া হবে ভ্যাকসিনের প্রথম ডোজ। আর সোম, বুধ, শুক্রে দ্বিতীয় ডোজ। এবার সেই পদ্ধতি বদলে যাচ্ছে। ফিরছে  স্লট টাইমিং সিস্টেমই।  কেন? পুরসভা সূত্রে খবর, সপ্তাহে যেদিন ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হচ্ছে, সেদিন শহরে উপস্বাস্থ্যকেন্দ্র ও মেগা সেন্টারগুলিতে অস্বাভাবিক লাইন পড়ছে। অথচ দ্বিতীয় ডোজের দিন ভিড় কার্যত থাকছে না বলেই চলছে। পরিস্থিতি এমনই যে, ভায়াল খোলার পর ভ্যাকসিন দেওয়ার মতো পর্যাপ্ত লোকই পাওয়া যাচ্ছে না! সেকারণেই ভ্যাকসিন নীতির বদলের এই সিদ্ধান্ত। 

আরও পড়ুন: Afghanistan: চোখেমুখে এখনও আতঙ্ক, কাবুল থেকে প্রাণ নিয়ে ফিরলেন পিকনিক গার্ডেনের যুবক

এদিকে রাজ্যে ধাপে ধাপে শিথিল হচ্ছে বিধিনিষেধ। লোকাল ট্রেন কবে চলবে? মুখ্যমন্ত্রী ঘোষণা, গ্রামাঞ্চলে ৫০ শতাংশ টিকাকরণ হলেই চলবে লোকাল ট্রেন। তাঁর কথায়, 'আমরা ৭৫ শতাংশ কভার করেছি কলকাতায়। হাওড়ায় ৮০ শতাংশ কভার করেছি। শহরাঞ্চল, ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে আগে টিকাকরণ করছি। গ্রামের মানুষ অনেক সচেতন। তাঁরা ফাঁকা আবহাওয়ায় নিঃশ্বাস পায়। মুক্ত হাওয়া ও সবুজ পায়। এরপর গ্রামগুলিকে ধরব।'

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.