Cyclone Dana: ডানা কি 'উড়িয়ে' নিয়ে যাবে সব? মোকাবিলায় আঁটসাঁট ব্যবস্থা কলকাতা বিমানবন্দরের...

Kolkata Airport: অতীতের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েই এবার ডানা মোকাবিলায় কীভাবে বিমান গুলিকে সুরক্ষিত রাখা যাবে, তা নিয়ে আলোচনা হয়। জানা গিয়েছে...

Updated By: Oct 23, 2024, 02:23 PM IST
Cyclone Dana: ডানা কি 'উড়িয়ে' নিয়ে যাবে সব? মোকাবিলায় আঁটসাঁট ব্যবস্থা কলকাতা বিমানবন্দরের...
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডানা যত এগোবে, বৃষ্টির দাপট তত বাড়বে। ভারী বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া। স্থলভাগের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ডানা। ওড়িশা উপকূল লক্ষ্য করে এগোচ্ছে ডানা। এদিকে ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে কলকাতা বিমানবন্দর। আধিকারিকদের বৈঠকে ঝড়ের সময়ে বিমানবন্দরের টার্মিনাল, রানওয়ে এবং পার্কিং বে-তে রাখা বিমানের সুরক্ষা নিয়ে একাধিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। 

আরও পড়ুন, Kalighat Skywalk: কালীপুজোতেই কালীঘাটে স্কাইওয়াক? মাস্টার স্ট্রোক মমতার!

বুধবার বিকেল থেকেই ওড়িশা-পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে় ঘূর্ণিঝড় ‘ডানা’। সেই কথা মাথায় রেখে সময় থাকতেই ‘লাল সতর্কতা’ জারি করা হতে পারে। পাশাপাশি যাবতীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।ইতিমধ্যেই, স্টেক হোল্ডারদের সে কথা জানিয়েও দিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। 

অতীতের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েই এবার ডানা মোকাবিলায় কীভাবে বিমান গুলিকে সুরক্ষিত রাখা যাবে, তা নিয়ে আলোচনা হয়। প্রয়োজনে বিমানগুলিকে বেঁধে রাখার চিন্তা ভাবনা করা হচ্ছে। এমনকী ট্রলি থেকে শুরু করে সমস্ত কিছু বেঁধে রেখে নির্দিষ্ট জায়গায় রাখার পরিকল্পনাও নেওয়া হতে পারে। বিমানবন্দরের টার্মিনালে ঢোকা এবং বেরোনোর গেটে বালির বস্তা দিয়ে ঝড় মোকাবিলা করারও চিন্তাভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী  ঘূর্ণিঝড় 'ডানা' নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মঙ্গলবার বিদ্যুৎ উন্নয়ন ভবনে বিদ্যুত্‍ দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও সিইএসসির আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। সেখানে সমস্ত আধিকারিকদের সদা সতর্ক থাকা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ঝড়ের ফলে কোথাও কোন বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত সমস্যা দেখা দিলে তা দ্রুত স্বাভাবিক করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন মাননীয় মন্ত্রী। একই সঙ্গে প্রতিটি জেলাতেও পর্যাপ্ত পরিমাণে বৈদ্যুতিন সরঞ্জাম মজুত রাখার নির্দেশ দেন তিনি। ভিডিয়ো কনফারেন্সিং এর মাধ্যমে জেলার বিদ্যুৎ আধিকারিকদের সঙ্গেও বৈঠক করা হয়।

ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথাও কোন বৈদ্যুতিক সমস্যা দেখা দিলে  WBSEDCL ও CESC  এর  24X7 কন্ট্রোল রুমের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবে বলে জানান মাননীয় মন্ত্রী। WBSEDCL এর হেল্পলাইন নম্বর 8900793503, 8900793504, Toll free 19221,  হোয়াটসঅ্যাপ- 8433719121।

CESC helpline number 033 35011912, 033 44031912, 18605001912, 1912, হোয়াটসঅ্যাপ 7439001912, Special Helplines:  9831079666, 9831083700

আরও পড়ুন, Cyclone Dana|Mamata Banerjee: ধেয়ে আসছে ঘুর্ণিঝড় 'ডানা', রাজ্যের ৭ জেলায় স্কুলে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.