Kolkata Book Fair: আগামী বছর জানুয়ারিতেই শুরু বইমেলা, দিনক্ষণ ঘোষণা করল গিল্ড

মুখ্যমন্ত্রীর ঘোষণামতো এবারও বুকফেয়ার হবে সল্টলেকের বইমেলা প্রাঙ্গনেই। ৪৬তম বর্ষে থিম কান্ট্রি স্পেন।

Updated By: Nov 30, 2022, 09:38 PM IST
Kolkata Book Fair: আগামী বছর জানুয়ারিতেই শুরু বইমেলা, দিনক্ষণ ঘোষণা করল গিল্ড

অয়ন ঘোষাল: এবার ৪৬ তম বর্ষ। আগামী বছর ৩০ জানুয়ারি শুরু হচ্ছে কলকাতা বইমেলা। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার থিম কান্ট্রি স্পেন। কোথায় হবে মেলা? মুখ্যমন্ত্রীর ঘোষণামতো বইমেলা প্রাঙ্গনেই।

কলকাতা বইমেলা এখন সল্টলেকে। গত কয়েক বছর করুণময়ীর কাছে সেন্ট্রাল পার্কে যৌথভাবে বইমেলার আয়োজন করছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড ও রাজ্য সরকার। গত বছর মেলার উদ্বোধন করতে এসে সেন্ট্রাল পার্কের নাম বদলে দেন মুখ্যমন্ত্রী। নতুন নাম দেন 'বইমেলা প্রাঙ্গন'। সঙ্গে ঘোষণা, 'এখানে সব মেলাই করতে পারবেন। তবে বইমেলার আন্তর্জাতিক ব্র্য়ান্ডটা চিরকালীন হয়ে থাকবে'। সেইমতো আগামী বছর নতুন নামের পুরনো ঠিকানাতেই বসছে বইমেলা। এদিন সাংবাদিক সম্মেলনে বইমেলার দিনক্ষণ ঘোষণা করে দিল গিল্ড।

আরও পড়ুন: Govt Holiday: ডিএ বকেয়া এখনও, ডিসেম্বরে লম্বা ছুটি সরকারি কর্মচারীদের!

এদিকে এই নিয়ে দ্বিতীয়বার বইমেলা থিম কান্ট্রি হল স্পেন। ২০০৬ সালেও বইমেলার থিম কান্ট্রি হিসেবে স্পেনকেই বেছে নেওয়া হয়েছিল। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত হোসে মারিয়া রিদাও ডমিংগেজ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.