জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সকাল সকাল শহরে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অভিযান। শুক্রবার সকালে ইডির ৫ আধিকারিক সল্টলেকের এইচ বি ব্লকে ঢোকে। অমিত আগারওয়াল নামে এক ব্যক্তিকে খুঁজছেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, অমিত আগরওয়াল এক ব্যবসায়ী। বছরখানেক আগে একটি তদন্তকারী দল এই বাড়িতে সারাদিন তল্লাশি চালিয়েছিল। সিজিও কমপ্লেক্স থেকে তিনটি গাড়ি বেরিয়ে আলাদা আলাদা জায়গায় তল্লাশিতে বেরোয়। এইচ বি ১৬৫-এ হাতে নোটিস নিয়ে ঢোকে এক ইডির টিম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, SSC: এসএসসির মেধাতালিকায় নাম থাকলেই বাড়িতে নিয়োগের চিঠি!


ইডির দ্বিতীয় টিম সেক্টর ফাইভে সেই ব্যবসায়ীর অফিসে তল্লাশি চাল্লাচ্ছে বলে খবর।সূত্রের খবর, অফিসটি মূলত মোটর পার্টস এর।তবে কোন মামলায় ইডি এই অভিযান তা এখনও জানা যায়নি। মূলত, ঝাড়খণ্ডের বাসিন্দা এই অমিত আগরওয়ার। বিগত ১ বছরে এই নিয়ে তিনবার অভিযান চালিয়েছেন তদন্তকারী অফিসাররা। তবে যে ব্যবসায়ীর খোঁজে তল্লাশি তার সন্ধান এখনও পাওয়া যায়নি। তবে ভিনরাজ্যে সেনাবাহিনীর একাধিক জমি অবৈধভাবে বাজেয়াপ্ত করার অভিযোগ রয়েছে। গড়িয়াহাটে এই ব্যবসায়ীর ফার্মেসিতেও অভিযান চালানো হয়েছে। 


প্রসঙ্গত, বিগত বেশ কয়েকমাস ধরেই শহরে ইডির অভিযান অব্যাহত। অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা-কাণ্ড কিংবা এসএসসি দুর্নীতি, শহরে  ম্যারাথন তল্লাশি অভিযান শুরু করেছেন ইডি আধিকারিকেরা। গত ১০ সেপ্টেম্বর একটি মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে আর্থিক প্রতারণার অভিযোগের তদন্তে নেমে গার্ডেনরিচের শাহি আস্তাবল গলি, পার্ক স্ট্রিট, মোমিনপুরের বন্দর এলাকা, নিউটাউন-সহ শহরের ছ’টি জায়গায় অভিযান শুরু করেছিল ইডি। 


আরও পড়ুন, Zee24 Ghanta Impact: রবীন্দ্রভারতীতে অচলাবস্থা! উপাচার্যের মতই চূড়ান্ত: শিক্ষামন্ত্রী


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)