Zee24 Ghanta Impact: রবীন্দ্রভারতীতে অচলাবস্থা! উপাচার্যের মতই চূড়ান্ত: শিক্ষামন্ত্রী
'মন্ত্রী একথা বলে থাকলে, আশা করি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে', প্রতিক্রিয়া রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীর।
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: জি ২৪ ঘণ্টার খবরের জের। 'আমার মনে হয় না, এগুলো গুরুতর কোনও ব্যাপার', রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পাশে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। স্পষ্টতই জানিয়ে দিলেন, 'উপাচার্যের মতই চূড়ান্ত'।
রাতারাতি উধাও কর্মচারীরা! বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা অব্যাহত। উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীর অভিযোগ, 'আমার দফতরে যে কর্মচারীরা কাজ করতেন, তাঁদের কোনও অজ্ঞাত কারণে সরিয়ে দেওয়া হয়েছে। রেজিস্ট্রার অবশ্য জানিয়েছেন, কোনও প্রশাসনিক নির্দেশ ছিল না। নিয়ম অনুযায়ী এক দফতর থেকে অন্য দফতরে স্থানান্তরিত করা হয়েছে, তাও নয়'। তাঁর দাবি, 'যাঁরা স্থানান্তরিত হয়েছিলেন, তাঁদের বদলে অন্য কিছু লোক এসে এখানে বসেন। তাঁরা বলেন তাঁদের পাঠানো হয়েছে। কে পাঠিয়েছেন, সেটা তাঁরা বলেননি। ফলে আমাদের একজন শিক্ষাকর্মীকে শোকজ করতে হয়েছে। এই শোকজের জেরেই নিজেদের যাঁরা কর্মচারী ইউনিয়নের নেতা বলে দাবি করেন, তাঁদের নির্দেশেই সবাইকে তুলে নিয়েছে'।
এদিকে কর্মচারীর অভাবে ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কাজকর্ম। পরিস্থিতি এমনই যে, ন্যাক মূল্যায়ণ সংক্রান্ত কাজও কার্যত বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এতটাই ক্ষুদ্ধ যে, ইস্তফা দেওয়ারও ইচ্ছাপ্রকাশ করেছিলেন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। জি ২৪ ঘণ্টায় এই খবর সম্প্রচারিত হওয়ার পর এবার আসরে নামলেন স্বয়ং শিক্ষামন্ত্রী। উপাচার্যের প্রতিক্রিয়া, 'মন্ত্রী একথা বলে থাকলে, আশা করি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে'।
আরও পড়ুন: Primary TET: টেটে 'অনুত্তীর্ণ'দেরও নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দিল হাইকোর্ট!
এর আগে, রবীন্দ্রভারতীর বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাস দোল উৎসবকে নিয়ে বিতর্ক হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল বেশ কয়েকটি ছবি। সেই ছবিতে দেখা গিয়েছিল, একদল যুবক-যুবতীর খোলা পিঠে-বুকে আবির দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গান বিকৃত করে অশ্লীল শব্দ লেখা। সেই ঘটনার দায় স্বীকার করে তৎকালীন শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন রবীন্দ্রভারতীর বিশ্ববিদ্য়ালের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। যদিও তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়নি।