চলচ্চিত্র উত্সবের সমাপ্তি অনুষ্ঠানে `পঞ্চকন্যা`-কে সংবর্ধনা মুখ্যমন্ত্রীর, শুরু আগামী বছরের কাউন্টডাউন
জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরুটা হয়েছিল নেতাজি ইন্ডোরে। ১৯তম চলচ্চিত্র উতসবের সমাপ্তি অনুষ্ঠানেও রইল সেই রেশ। উপস্থিত ছিলেন একঝাঁক তারকা। বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি ২০ তম কলকাতা চলচ্চিত্র উত্সবের লোগো উদ্বোধন হল এদিন। প্রতিযোগিতার মাধ্যমে সেরা তিনটি লোগো বেছে নেওয়া হয়। সেরা নির্বাচিত হয়েছেন তুষারকান্তি বারিক।
জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরুটা হয়েছিল নেতাজি ইন্ডোরে। ১৯তম চলচ্চিত্র উতসবের সমাপ্তি অনুষ্ঠানেও রইল সেই রেশ। উপস্থিত ছিলেন একঝাঁক তারকা। বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি ২০ তম কলকাতা চলচ্চিত্র উত্সবের লোগো উদ্বোধন হল এদিন। প্রতিযোগিতার মাধ্যমে সেরা তিনটি লোগো বেছে নেওয়া হয়। সেরা নির্বাচিত হয়েছেন তুষারকান্তি বারিক।
তাঁরা এ বাংলারই মেয়ে। অভিনয় জগতে নিজেদের উজ্জ্বল উপস্থিতি জানান দিয়েছেন এঁরা। উনিশতম চলচ্চিত্র উতসবের শেষ দিনে এমনই পাঁচ কন্যাকে সম্মান জানাল রাজ্য সরকার। শুধু তাই নয়, মঞ্চে তাঁদের বাবা-মাকেও সংবর্ধিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে কলকাতাকে ধন্যবাদ জানিয়েছেন পাঁচ কন্যা। এই পঞ্চকন্যা হলেন মৌসুমী চট্টোপাধ্যায়, সুস্মিতা সেন, বিপাশা বসু, কোয়েল মল্লিক এবং রানী মুখোপাধ্যায়।
আটদিন ধরে চলা এই চলচ্চিত্র উত্সবে দেখানো হল সারা বিশ্বের ১৫৯টি ছবি। ভারতীয় চলচ্চিত্রের একশো বছরের বিবর্তনের ধারা, উদ্বোধনী অনুষ্ঠানে নাচের মধ্যে দিয়েই তুলে ধরা হবে। এবার নন্দন এক-দুই-তিন নম্বর হল ছাড়াও শিশির মঞ্চেও দেখানো হল ছবি। অন্যবারের মতো এবারও রবীন্দ্র সদনের বদলে সায়েন্স সিটিতেই হল সমাপ্তি অনুষ্ঠান।
১৯ তম চলচ্চিত্র উত্সবের উদ্বোধন ঘিরে একেবারে চাঁদের হাট বসেছিল কলকাতায়। অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, কমল হাসান থেকে মিঠুন চক্রবর্তী। দেশের সব বড় বড় চলচ্চিত্র তারকাদের এক ছাতার তলায় হাজির করায় ১৯ তম কলকাতা চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠান।