বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শুরু নিয়ে সবুজ সংকেত দিল না হাইকোর্ট

কেন্দ্রের বিশেষজ্ঞ দল কী রিপোর্ট দেয়, তার উপর নির্ভর করছে আদালত কী সিদ্ধান্ত নেয়।

Reported By: শ্রাবন্তী সাহা | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jan 7, 2020, 06:47 PM IST
বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শুরু নিয়ে সবুজ সংকেত দিল না হাইকোর্ট
বউবাজার বিপর্যয় (ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদন : বউবাজার মেট্রোর কাজ এখনও শুরু করা যাবে না। হাইকোর্ট কাজ শুরুর সম্মতি দিলেও রাজ্য হলফনামা দিয়ে জানিয়েছে যে, বিপর্যয় মোকাবিলা দফতরের কোনও দক্ষতা নেই মেট্রোর কাজ চালানোর ব্যাপারে মতামত দেওয়ার। তাই এবার কেন্দ্রকে দায়িত্ব দিল কলকাতা হাইকোর্ট। পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রের বিশেষজ্ঞদের মেট্রোর কাজ শুরু করা ও চালানোর ব্যাপারে মতামত জানাতে বলা হয়েছে। তাঁদের বক্তব্য জানার পরেই বউবাজার মেট্রোর কাজ শুরু করা হবে কি হবে না, সেই ব্যাপারে নির্দেশ দেবে আদালত। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৭ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, পুজোর মুখে বৌবাজারে বিপর্যয় ঘটে। মেট্রোর কাজের জেরে ধস নামে বৌবাজারে। একের পর এক ধসে পড়ে বাড়ি। এলাকা ছেড়ে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। মুহূর্তের মধ্যে এই এলাকার বাসিন্দারা মাথার ছাদ হারায়। ভিটেমাটি হারিয়ে হোটেলে আশ্রয় নিয়ে বাধ্য হয়। সেইসময় এক স্বেচ্ছাসেবী সংস্থার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের উপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশের প্রেক্ষিতে সুড়ঙ্গের মধ্যেই রেখে দেওয়া হয় টানেল বোরিং মেশিন। বন্ধ করে দেওয়া হয় কাজ। পাশাপাশি, বৌবাজারের পরিস্থিতি, বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে পরিবহন দফতর ও মেট্রোর পক্ষ থেকে রিপোর্ট চাওয়া হয়।

আরও পড়ুন, 'বুলবুলে ভয় পাওয়ার সময় কলকাতা থেকে এসে পাহারা দিয়েছি, অধিকার বাঁচাতে এখনও দেব'

বিপর্যয়ের পর থেকেই বউবাজার ও শিয়ালদা এলাকায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গের মধ্যে কাজ শুরু করা বা চালানোর বিষয়টি আদালতের বিচারাধীন। ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভবিষ্যৎ ঝুলে রয়েছে এখন হাইকোর্টের হাতে। কেন্দ্রের বিশেষজ্ঞ দল কী রিপোর্ট দেয়, তার উপর নির্ভর করছে আদালত কী সিদ্ধান্ত নেয়।

.