কলকাতা পুরসভার প্রশাসক বোর্ড নিয়ে নয়া নির্দেশ হাইকোর্টের

২৮ জুলাই কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি হবে।

Reported By: শ্রাবন্তী সাহা | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jul 20, 2020, 01:42 PM IST
কলকাতা পুরসভার প্রশাসক বোর্ড নিয়ে নয়া নির্দেশ হাইকোর্টের
ফাইল ফোটো

নিজস্ব প্রতিবেদন : কলকাতা পুরসভার কেয়ারটেকার বোর্ডের মেয়াদ বাড়াল হাইকোর্ট। ১০ অগস্ট পর্যন্ত কাজ করবে প্রশাসক গোষ্ঠী। নয়া নির্দেশ দিয়ে জানাল হাইকোর্ট।হাইকোর্টের আগের নির্দেশ অনুসারে আজই কলকাতা পুরসভার কেয়ারটেকার বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে। এই পরিস্থিতিতে আজই মেয়াদ বাড়ানোর নির্দেশ দিলেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। ২৮ জুলাই কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি হবে। মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়ে এমনটাই জানিয়েছে ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, ৩ জুন কলকাতা পুরসভা প্রশাসক নিয়োগ মামলা হাইকোর্টে ফিরিয়ে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এই মামলায় রায় দেবে হাইকোর্ট-ই। মামলাটির দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয়। উল্লেখ্য, কলকাতা পুরনিগমের প্রশাসক বোর্ডকে 'কেয়ারটেকার বোর্ড' হিসেবে চিহ্নিত করে কলকাতা হাইকোর্ট। তাদের এক মাসের জন্য কাজ করার সুযোগ দেয় সিঙ্গল বেঞ্চ। মে মাসের ৭ তারিখ কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের এই রায় দেন। 

এই রায়ের পরিপ্রেক্ষিতেই বিচারপতি আইপি মুখার্জির ডিভিশন বেঞ্চ বলে, অর্ডিন্যান্স করে এই সিদ্ধান্ত নিলে ভালো হত। এরপরই কলকাতা হাইকোর্ট করোনা সংক্রান্ত আপৎকালীন পরিস্থিতিতে প্রশাসক বোর্ডকে কেয়ারটেকার হিসাবে স্বীকৃতি দিয়ে ২০ জুলাই পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়। যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মামলাকারী। মামলার জল গড়ায় শীর্ষ আদালতে। তবে সুপ্রিম কোর্ট সেই মামলা আবার কলকাতা হাইকোর্টেই ফিরিয়ে দেয়। 

আরও পড়ুন, মাস্ক ছাড়াই ভিড় করছিল মানুষ, নিউটাউনে বন্ধ করা হল বাজার

.