Kolkata High Court | MGNREGA: সব অবৈধ নয়! নিরীহ মানুষের টাকা কেন আটকে? ১০০ দিনের কাজে কেন্দ্রকে তোপ হাইকোর্টের

"১০ ভাগের ১ ভাগ লোকও যদি কাজ করে থাকেন, তাহলে তারা কেন টাকা পাবেন না? সবকিছু তো অবৈধ হতে পারে না। আপনারা চাইছেন সিবিআই অনুসন্ধান করুক। তদন্ত করুন। কিন্তু নিরীহ মানুষের টাকা কেন আটকে থাকবে?" 

Updated By: Oct 9, 2023, 06:08 PM IST
Kolkata High Court | MGNREGA: সব অবৈধ নয়! নিরীহ মানুষের টাকা কেন আটকে? ১০০ দিনের কাজে কেন্দ্রকে তোপ হাইকোর্টের

অর্ণবাংশু নিয়োগী: "আদালত কোনও অবৈধ কাজ সমর্থন করে না, কিন্তু কিছু লোক তো ১০০ দিনের প্রকল্পে বৈধ ভাবে কাজ করেছেন। রাস্তা তৈরি হয়েছে। তারা কেন বঞ্চিত হবেন?" একশো দিনের কাজের বকেয়া নিয়ে এবার সরাসরি কেন্দ্রকেই প্রশ্ন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। আদালতের স্পষ্ট বক্তব্য, যাদের জব কার্ড ভুয়ো তারা টাকা পাবে না ঠিক আছে। কিন্তু কারা আসল আর কারা নকল সেটা তো খুঁজে বের করতে হবে। প্রধান বিচারপতি বলেন, "এখানে অনেক পচা আপেল আছে, তাই ভালো আপেল  খুঁজে বের করতে হবে।" 

একশো দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্রকে তোপ দাগে কলকাতা হাইকোর্ট। কেন্দ্রকে উদ্দেশ করে প্রধান বিচারপতির মন্তব্য, "চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের কাছে একটি কমপ্লায়ান্স রিপোর্ট পাঠানো হয়েছে। সেটা খতিয়ে দেখুন। তারপর টাকা পাঠানোর ব্যবস্থা করুন। ১০ ভাগের ১ ভাগ লোকও যদি কাজ করে থাকেন, তাহলে তারা কেন টাকা পাবেন না? সবকিছু তো অবৈধ হতে পারে না। আপনারা চাইছেন সিবিআই অনুসন্ধান করুক। তদন্ত করুন। কিন্তু নিরীহ মানুষের টাকা কেন আটকে থাকবে?" প্রধান বিচারপতির মন্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রের আইনজীবী সওয়াল করেন, "২০২১-২২ অর্থবর্ষের জন্য এই প্রকল্পে যে টাকা বরাদ্দ ছিল তা শেষ হয়ে গিয়েছে। রাজ্য হিসাব দেয়নি। ভুয়ো জবকার্ড হয়েছে। স্বচ্ছতার অভাব থাকায় টাকা পাঠানো যায়নি। সেই বাজেট পুনর্বিবেচনা করতে হবে।" 

কেন্দ্রীয় আইনজীবীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশেও একটি বার্তা দেন। তিনি বলেন, "রাজ্য এবং জেলা প্রশাসন সহযোগিতা না করলে অনুসন্ধান শেষ হবে না। যতদিন পর্যন্ত না কেন্দ্র আপনাদের কমপ্লায়ান্স রিপোর্ট খতিয়ে দেখছে, ততদিন আপনারা আপনাদের শ্রমিকের স্বার্থ দেখুন, টাকা দিন। কাজের নিশ্চয়তা দেওয়া রাজ্যের দায়িত্ব। রাজ্য সেই দায়িত্ব থেকে অব্যাহতি চাইতে পারে না। সেই কাজের  টাকা অন্য কারও থেকে আসতেই পারে।" পাশাপাশি, কেন্দ্রকে উদ্দেশ করে বিচারপতির মন্তব্য, "১০০ দিনের শ্রমিকের তথ্য যাচাই করে টাকা দিন।" আগামীকাল ফের শুনানি।

আরও পড়ুন, Kamduni: রুমালে মুখ ঢেকে অনুসরণ করছে কামদুনিকাণ্ডে খালাসপ্রাপ্তের দাদা! আতঙ্কিত নির্যাতিতার ভাই

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.