দিদির পাড়াতে তৃণমূলের দাদাগিরি, বিরোধী দলের পতাকা জোর করে খোলানোর অভিযোগ

খাস মুখ্যমন্ত্রীর পাড়া। আর সেখানেই দাদাগিরির অভিযোগ উঠল শাসকদলের যুব সংগঠনের বিরুদ্ধে। দাদাগিরিতে নাম জড়িয়েছে পুলিসেরও। দুই তরফের চাপ সত্ত্বেও ব্রিগেড প্রচারের পতাকা এবং ব্যানার খুলতে রাজি হননি সিপিআইএম কর্মীরা। অভিযোগ, এরপরেই শাসকদলের সমর্থকেরা গায়ের জোরে তা খুলে দেয়।

Updated By: Feb 9, 2014, 08:12 PM IST

খাস মুখ্যমন্ত্রীর পাড়া। আর সেখানেই দাদাগিরির অভিযোগ উঠল শাসকদলের যুব সংগঠনের বিরুদ্ধে। দাদাগিরিতে নাম জড়িয়েছে পুলিসেরও। দুই তরফের চাপ সত্ত্বেও ব্রিগেড প্রচারের পতাকা এবং ব্যানার খুলতে রাজি হননি সিপিআইএম কর্মীরা। অভিযোগ, এরপরেই শাসকদলের সমর্থকেরা গায়ের জোরে তা খুলে দেয়।

অথচ এই এলাকাতেই শাসকদলের ব্রিগেড সমাবেশের বিরাট ফেস্টুন এখনও জ্বলজ্বল করছে। রয়েছে রাজ্য সরকারের বিশাল বিজ্ঞাপন। কিন্তু আপত্তি উঠল বিরোধীদের প্রচার নিয়ে।

তৃণমূল যুবার সমর্থকদের হুমকি এবং পুলিসের আপত্তি সত্ত্বেও, পতাকা, ব্যানার খোলেননি সিপিআইএম কর্মী সমর্থকরা। অভিযোগ, রাতের অন্ধকারে তা খুলে ফেলা হয়।

.