কংগ্রেস-বিজেপির মোকেবিলায় তৃতীয় বিকল্পকই হাতিয়ার বামেদের

লোকসভা ভোটে কংগ্রেস-বিজেপির মোকাবিলায় তৃতীয় বিকল্পকেই হাতিয়ার করছে বামেরা। আর এই বিকল্প গড়ার ক্ষেত্রে তাদের ভরসা নবীন-নীতীশ-জয়ললিতা-দেবগৌড়ার মতো আঞ্চলিক দলের নেতানেত্রীরা। ব্রিগেড সমাবেশে এ কথাই স্পষ্ট হল প্রকাশ কারাট-বুদ্ধদেব ভট্টাচার্যদের কথায়।

Updated By: Feb 9, 2014, 08:02 PM IST

লোকসভা ভোটে কংগ্রেস-বিজেপির মোকাবিলায় তৃতীয় বিকল্পকেই হাতিয়ার করছে বামেরা। আর এই বিকল্প গড়ার ক্ষেত্রে তাদের ভরসা নবীন-নীতীশ-জয়ললিতা-দেবগৌড়ার মতো আঞ্চলিক দলের নেতানেত্রীরা। ব্রিগেড সমাবেশে এ কথাই স্পষ্ট হল প্রকাশ কারাট-বুদ্ধদেব ভট্টাচার্যদের কথায়।

৩০ জানুয়ারির ব্রিগেড সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন রাজ্যের সবকটি লোকসভা আসনে জিতে দিল্লি দখলের। রাজ্যে ঘাসফুল, কেন্দ্রে পদ্মফুল ফর্মূলায় ব্রিগেড থেকে একই লক্ষ্যের কথা শুনিয়েছেন নরেন্দ্র মোদীও। তৃতীয় ব্রিগেড, বামেদের ব্রিগেড। তারাও ডাক দিল দিল্লি দখলের। কৌশল, তৃতীয় বিকল্প।

মোদী-মমতা জোট নিয়েও হুঁশিয়ারি শোনা গেল বামেদের গলায়। তৃতীয় বিকল্পের দিল্লি দখল অনেকটাই নির্ভরশীল এ রাজ্যে বামেদের ফলাফলের ওপর। তাই, জয়ের জন্য কর্মীদের ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তৃণমূলের মতোই লোকসভা ভোটে বামেদের লক্ষ্যও এ রাজ্য থেকে বিয়াল্লিশে বিয়াল্লিশ।

.