কর্মব্যস্ত সময়ে ৫ মিনিটে মেট্রো

এবার থেকে দিনের কর্মব্যস্ত সময় ৫ মিনিট অন্তর মিলবে মেট্রো। সোমবার একথা ঘোষণা করেন কলকাতা মোট্রোর মুখপাত্র এবং ডিজিএম প্রত্যুষ ঘোষ। মঙ্গলবার থেকেই চালু হচ্ছে এই নতুন টাইমলাইন।

Updated By: May 28, 2012, 11:54 PM IST

এবার থেকে দিনের কর্মব্যস্ত সময় ৫ মিনিট অন্তর মিলবে মেট্রো। সোমবার একথা ঘোষণা করেন কলকাতা মোট্রোর মুখপাত্র এবং ডিজিএম প্রত্যুষ ঘোষ। মঙ্গলবার থেকেই চালু হচ্ছে এই নতুন টাইমলাইন।
বর্তমানে কলকাতায় প্রতি ৬ মিনিট অন্তর মেট্রো চলাচল করে। দিনের কর্মব্যস্ত সময়ে অনেক সময়ই অতিরিক্ত ভিরের চোটে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। ফলে, দিনের জরুরি সময়ে মেট্রো চলাচলের ব্যবধান এক মিনিট কমিয়ে আনলে কিছুটা সুরাহা মিলবে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ। এবার থেকে সকাল ১০ ৫৬ থেকে ১১ ৫৬ পর্যন্ত এবং সন্ধে ৬টা থেকে ৭টা পর্যন্ত ৫ মিনিট অন্তর মেট্রো চলবে কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত।
অন্যদিকে ডাউন লাইনেও সকাল ১০ ০২ থেকে ১১ ০২ সন্ধে ৫টা থেকে ৬টা পর্যন্ত ট্রেন চলবে দমদম থেকে কবিসুভাষ পর্যন্ত। সকালের ব্যস্ত সময় সামাল দিতে মহানায়ক উত্তমকুমার থেকে তিনটি ট্রেন ছাড়ার কথাও ঘোষণা করা হয়েছে।

.