কামরার নীচ থেকে ধোঁয়া, ভর সন্ধ্যায় ১ ঘণ্টার বেশি বন্ধ রইল মেট্রো চলাচল

সন্ধ্যা ৬.২৫ মিনিটে মহাত্মা গান্ধী রোডে রেকের তলা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। 

Updated By: Oct 1, 2018, 07:48 PM IST
কামরার নীচ থেকে ধোঁয়া, ভর সন্ধ্যায় ১ ঘণ্টার বেশি বন্ধ রইল মেট্রো চলাচল

নিজস্ব প্রতিবেদন: ভর সন্ধ্যায় কলকাতা মেট্রোয় বিভ্রাট। সোমবার সন্ধ্যা ৬.২৫ মিনিটে মহাত্মা গান্ধী রোডে রেকের তলা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। দমদমে যাচ্ছিল ট্রেনটি। রেকটিকে খালি করে দিয়েছেন মেট্রো কর্মীরা। বর্তমানে ট্রেন চলছে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত।  গিরিশ পার্ক থেকে দমদম পর্যন্ত চলছে ট্রেন। 

ওদিকে হঠাত্ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। মহাত্মা গান্ধী রোড স্টেশনে বিক্ষোভ দেখান তাঁরা। 

সপ্তাহের প্রথম দিন ভর সন্ধ্যায় মেট্রো বিভ্রাটে বেজায় বেকায়দায় পড়েন যাত্রীরা। 

রাত ৭.৩৪ মিনিটে বিগড়ে যাওয়া রেকটিকে সরালে ফের শুরু হয় মেট্রো চলাচল। প্রায় ১.১০ মিনিট মেট্রো চলাচল বন্ধ থাকায় পার্ক স্ট্রিট থেকে মহাত্মা গান্ধী রোড পর্যন্ত বিভিন্ন মেট্রো স্টেশনের সামনে যাত্রীদের ভিড় জমতে থাকে। সপ্তাহের প্রথম দিন হওয়ায় সোমবার যাত্রীর চাপও ছিল বেশি। 

মেট্রোর তরফে জানানো হয়েছে, থার্ড রেলে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এদিনের বিভ্রাট। 

 

.