করোনা বিধি মেনে ৬ মাসের মাথায় আজ জনসাধারণের জন্য খুলল কলকাতা মেট্রো
সকাল ৮টা থেকে রাত ৭টা পর্যন্ত চলবে মেট্রো।
নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ লকডাউনের পর আজ থেকে নিও নর্মাল পরিস্থিতিতে ফের শুরু হল মেট্রো পরিষেবা। আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে পরিষেবা।
গতকাল রাত ৮টা পর থেকে অনলাইনে ই-পাসের আবেদন করা শুরু হয়। করোনা পরিস্থিতিতে সংক্রমণ রুখতে বেশকিছু বিধি নিষেধ আরোপ করেছে মেট্রো কর্তৃপক্ষ। ই-পাস ও স্মার্ট কার্ড ছাড়া এবার থেকে মেট্রো যাতায়াত করা সম্ভব নয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে রাতের শেষ ট্রেন অন্তিম স্টেশন থেকে ছাড়বে রাত ৭টায়।
যে ই-পাসের মাধ্যমে এখন যাত্রীরা যাতায়াত করবেন, তা মেট্রোর ওয়েবসাইট ও পথদিশা অ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন সবাই। তাছাড়া প্রতিটি স্টেশনের গায়ে কিউ আর কোডের পোস্টার থাকবে। তা মোবাইলে স্ক্যান করেও ই-পাসের আবেদন করা যাবে। প্রতিটি স্টেশনে যৌথভাবে থাকবে রেল ও রাজ্য পুলিস। রাজ্য পুলিস স্টেশনে ঢোকার মুখে ই-পাস চেক করবে।
আরও পড়ুন, বিনা চিকিৎসায় সন্তান ও প্রসূতির মৃত্যুর অভিযোগ, কাঠগড়ায় আরজি কর ও মেডিক্যাল