লোকালের সঙ্গে পাল্লা দিতে বুধবার থেকে বাড়ছে মেট্রো
নিউ নর্মালে ই-পাসের মাধ্যমে মেট্রোয় উঠতে পারছেন ব্যবহারকারীরা।
নিজস্ব প্রতিবেদন: বুধবার রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন। তার ফলে চাপ বাড়বে মেট্রোর উপরে। সে কারণে নিউ নর্মালে ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। সকাল ও বিকেলে অফিস টাইমে ৭ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো।
লকডাউন ওঠার পর এখনও পর্যন্ত ১৫২টি ট্রেন চালাচ্ছে কলকাতা মেট্রো। ১১ নভেম্বর থেকে তা বাড়তে চলেছে। ২৫ শতাংশ বাড়িয়ে ১৯০টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইট করেছেন, ১১ নভেম্বর থেকে কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ করিডরে ২৫ শতাংশ ট্রেন বাড়ছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্য দিতে ১৫২ থেকে ট্রেন বাড়িয়ে করা হচ্ছে ১৯০।
Kolkata Metro to run additional 25% services in North-South Corridor from 11th November 2020.
Increasing passenger convenience & comfort, the number of services in North-South Corridor will increase from 152 to 190, taking the total number of services to 238. pic.twitter.com/DreL8lq0lO
— Piyush Goyal (@PiyushGoyal) November 6, 2020
নিউ নর্মালে ই-পাসের মাধ্যমে মেট্রোয় উঠতে পারছেন ব্যবহারকারীরা। আগে থেকে জায়গা বুক করতে হচ্ছে। সেই নিয়মই বহাল থাকছে। নতুন ব্যবস্থায় ৮০ থেকে ৯০ হাজার যাত্রী উঠছেন। তবে লোকাল চালু হলে তা বাড়বে বলে মনে করছে মেট্রো। দমদম, রবীন্দ্র সরোবর ও নিউ গড়িয়া স্টেশনে সম্বৎসর ট্রেনযাত্রীদের চাপ থাকে। এতদিন সেটা ছিল না। তবে বুধবার থেকে ওই যাত্রীরা ব্যবহার করবেন মেট্রো। সে কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত।
আরও পড়ুন- মাস্ক না পরায় বাবার নামে জয়কে ফোনে নালিশ মমতার! শুনে কী বললেন শাহ?