বহুতলের মরণ ঝাঁপ রুখতে নজরদারির নিদান
বহুতলের ছাদ থেকে আত্মহত্যা রুখতে নয়া `দাওয়াই` পুলিসের। একের পর এক বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনায় প্রশ্ন উঠেছে আকাশ উঁচিয়ে দাঁড়িয়ে থাকা বহতল গুলির নিরাপত্তা নিয়ে। এক্ষেত্রে একদিকে যেমন দরকার নিরাপত্তা রক্ষীদের নজরদারি তেমনই দরকার আবাসিকদের সচেতনতা। এই পরিস্থিতিতে এবিষয়ে পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুলিস।
Updated By: Oct 9, 2012, 10:59 PM IST