চিটফান্ড কেলেঙ্কারিতে কোপ পড়তে পারে শারদ উতসবে
চিটফান্ড কেলেঙ্কারির প্রভাব পড়তে চলেছে বাঙালির শারদ উতসবেও। শহর কলকাতার ছোটবড় প্রায় ১২০০ পুজোর অনেকগুলিতেই বাজেটের মোটা টাকা আসত বিভিন্ন চিটফান্ড থেকে। সারদা কাণ্ডের পর এছর সেই টাকার রাস্তা বন্ধ। ফলে কিছুটা হলেও উতসবের আয়োজনে প্রভাব পড়ার আশঙ্কা করছেন উদ্যোক্তারা।
চিটফান্ড কেলেঙ্কারির প্রভাব পড়তে চলেছে বাঙালির শারদ উতসবেও। শহর কলকাতার ছোটবড় প্রায় ১২০০ পুজোর অনেকগুলিতেই বাজেটের মোটা টাকা আসত বিভিন্ন চিটফান্ড থেকে। সারদা কাণ্ডের পর এছর সেই টাকার রাস্তা বন্ধ। ফলে কিছুটা হলেও উতসবের আয়োজনে প্রভাব পড়ার আশঙ্কা করছেন উদ্যোক্তারা।
ফিবছরের শারোদসবে এটাই পরিচিত ছবি শহর কলকাতার। সৌজন্যে স্পনসররা। বহুজাতিক থেকে দেশীয় কিংবা স্থানীয় সংস্থা। কে নেই সেই তালিকায়? মানুষের কাছে পৌঁছনোর এই সুযোগ হাতছাড়া করত না চিটফান্ড সংস্থাগুলিও। প্রতিবছর পুজোর বাজেটের একটা বড় অংশ আসত এই সব সংস্থাগুলির কাছ থেকে। প্রাইজ মানি হিসাবেও বিপুল অর্থ খরচ করত চিটফান্ডগুলি। সারদাকাণ্ডের প্রভাব যে পুজোর বাজেটে পড়বে তা একবাক্যে মানছেন পুজো উদ্যোক্তারা।
নিজেদের স্বার্থে বড় বড় পুজোগুলিতেই লগ্নি করত চিটফান্ড সংস্থাগুলি। তাদের নজর থাকত সেইসব পুজোয় যেগুলির সঙ্গে জড়িত ছিলেন নামজাদা কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব। কলকাতার এমন চার পাঁচটি পুজোয় দেদার অর্থ ঢেলেছেন চিটফান্ড কর্তারা। সারদা কাণ্ডের পর আপাতত হাত গুটিয়ে নিয়েছে সংস্থাগুলি।ফলে এবছর কমবে অর্থের জোগান। সেইসঙ্গে, পাল্লা দিয়ে বাড়বে বিজ্ঞাপন জোগাড়ের প্রতিযোগিতাও। পুজোর বাজেট কমার প্রভাব পড়বে কারিগরদের ওপরও।