মকর সংক্রান্তিতে কলকাতার বাবুঘাটে চলছে পুণ্যস্নান
শুধু গঙ্গাসাগর নয়, খাস কলকাতাতেও পুণ্যতীর্থের ছোঁয়া। বাবুঘাটে আজ ভোর থেকেই শুরু হয়ে যায় পুণ্যস্নান-পর্ব। অনেকেই যাঁরা গঙ্গাসাগর যেতে পারেননি, তাঁরা আশ মিটিয়ে নেন এখানেই। একদিকে যেমন চলে স্নান, অন্যদিকে পুজোর জন্যেও ধুম পড়ে যায়। চলে সূর্য নমস্কার। হাড়কাঁপানো ঠাণ্ডা থাকলেও, তা বাধা হতে পারেনি সকাল সকাল পুণ্যস্নানে।
ওয়েব ডেস্ক : শুধু গঙ্গাসাগর নয়, খাস কলকাতাতেও পুণ্যতীর্থের ছোঁয়া। বাবুঘাটে আজ ভোর থেকেই শুরু হয়ে যায় পুণ্যস্নান-পর্ব। অনেকেই যাঁরা গঙ্গাসাগর যেতে পারেননি, তাঁরা আশ মিটিয়ে নেন এখানেই। একদিকে যেমন চলে স্নান, অন্যদিকে পুজোর জন্যেও ধুম পড়ে যায়। চলে সূর্য নমস্কার। হাড়কাঁপানো ঠাণ্ডা থাকলেও, তা বাধা হতে পারেনি সকাল সকাল পুণ্যস্নানে।
আরও পড়ুন- মকর স্নানের ধুম ঘিরে জমজমাট গঙ্গাসাগর, রেকর্ড ভি়ড়ের সম্ভাবনা
এদিকে, আজ ভোররাত থেকেই গঙ্গাসাগরে চলছে মকর স্নান। এবার সেখানে রেকর্ড ভিড় হওয়ার কথা। প্রায় ১৫ লাখ পুণ্যার্খীর জড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে গঙ্গাসাগরে। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।