প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন

বৃষ্টির সম্ভাবনার খবর আজও শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর। বরং জানিয়ে দেওয়া হল, আগামী ২৪ ঘণ্টাতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। যদিও অনুভূত হচ্ছিল প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াসের মতন। প্রচণ্ড গরমে দিনভর হাঁসফাঁস করেছেন শহর বাসী। সূর্যাস্তের পরেও মেলেনি স্বস্তি।

Updated By: Apr 25, 2014, 07:17 PM IST

বৃষ্টির সম্ভাবনার খবর আজও শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর। বরং জানিয়ে দেওয়া হল, আগামী ২৪ ঘণ্টাতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। যদিও অনুভূত হচ্ছিল প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াসের মতন। প্রচণ্ড গরমে দিনভর হাঁসফাঁস করেছেন শহর বাসী। সূর্যাস্তের পরেও মেলেনি স্বস্তি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপপ্রবাহ। লু বইবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় তাপমাত্রা আজ পৌছে গিয়েছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। উত্তরবঙ্গেও চলছে তাপপ্রবাহ। কাঠফাটা রোদ আর তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী এখন কালবৈশাখির অপেক্ষায়।

.