আজ কলকাতার আজ শীতলতম দিন!

রাজ্যে শীতের আমেজ। হিমেল হাওয়ার দাপট। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিক বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Updated By: Dec 10, 2016, 09:41 AM IST

ওয়েব ডেস্ক : রাজ্যে শীতের আমেজ। হিমেল হাওয়ার দাপট। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিক বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন- সাড়া জাগিয়েও অবশেষে রাজ্যে অনিশ্চিত শীত

কারণ, আন্দামান-এফেক্ট। ধীরে ধীরে উন্নতি হচ্ছে সেখানকার আবহাওয়া-পরিস্থিতির। ঘূর্ণিঝড় ক্রমশ সরে যাচ্ছে অন্ধ্রপ্রদেশের দিকে। যার প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায়, তাপমাত্রাও সামান্য বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যে এদিন ভোর থেকে কিছু জেলায় কুয়াশার দাপট দেখা গিয়েছে। অল্প হলেও, প্রভাব পড়ে বিমান ও ট্রেন চলাচলে। কয়েকটি ফ্লাইট ছাড়তে দেরি হয়। লেটে চলেছে ট্রেনগুলিও। 

.