আশ্বাস দেওয়া সত্ত্বেও, চতুর্থীর পর পঞ্চমীতেও তীব্র যানজট কলকাতায়

পুলিস কমিশনারের আশ্বাসই সার। চতুর্থীর পর পঞ্চমীতেও শহরে যানজটের থাবা। দেশপ্রিয় পার্কের হাজার হাতের দেবী দর্শনের হিড়িকে, দমবন্ধ অবস্থা দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশের। এজন্য রাত পর্যন্ত অপেক্ষারও দরকার পড়ল না।

Updated By: Oct 6, 2016, 08:00 PM IST
আশ্বাস দেওয়া সত্ত্বেও, চতুর্থীর পর পঞ্চমীতেও তীব্র যানজট কলকাতায়
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : পুলিস কমিশনারের আশ্বাসই সার। চতুর্থীর পর পঞ্চমীতেও শহরে যানজটের থাবা। দেশপ্রিয় পার্কের হাজার হাতের দেবী দর্শনের হিড়িকে, দমবন্ধ অবস্থা দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশের। এজন্য রাত পর্যন্ত অপেক্ষারও দরকার পড়ল না।

আরও পড়ুন- চতুর্থীতেই প্রবল ভিড়; যানজট সামলাতে হিমশিম পুলিসের

বিকেল থেকেই প্রবল যানজটে, হাঁসফাঁস দশা রাসবিহারী অ্যাভিনিউয়ের। কালীঘাট, হাজরা জুড়ে রাস্তায় গাড়ির লম্বা লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। হিমশিম দশা পুলিসেরও। দেশপ্রিয় পার্কের ভিড় সামাল দিতে, ঘুরিয়ে দেওয়া হচ্ছে বাস ও মিনিবাস। এর মধ্যে রয়েছে রাসবিহারী, মিন্টো পার্কগামী বাস। ঘোরানো হচ্ছে শরত্‍ বোস রোডগামী বাসগুলিকেও। 

.