আজ মরশুমের শীতলতম দিন, তাপমাত্রা পৌছল ১২.০৭ ডিগ্রি সেলসিয়াসে

আজ মরশুমের শীতলতম দিন। শহরে সর্বনিম্ন তাপমাত্রা পৌছল ১২.০৭ ডিগ্রি সেলসিয়াসে। উত্তুরে হাওয়ার দাপটে আগামিকাল তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ। এর প্রভাবে রবিবারের পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে । ফলে একটানা শীত থেকে আপাতত বঞ্চিত হবেন শহরবাসী।

Updated By: Jan 4, 2014, 02:25 PM IST

আজ মরশুমের শীতলতম দিন। শহরে সর্বনিম্ন তাপমাত্রা পৌছল ১২.০৭ ডিগ্রি সেলসিয়াসে। উত্তুরে হাওয়ার দাপটে আগামিকাল তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ। এর প্রভাবে রবিবারের পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে । ফলে একটানা শীত থেকে আপাতত বঞ্চিত হবেন শহরবাসী।

শীতের মেজাজে কলকাতা। রাস্তার ধারে আগুন পোহানো। ডিসেম্বরে শীতের কোনও আমাজই অনুভব করেনি শহরবাসী। জানুয়ারিতে ঠাণ্ডা জমিয়ে পড়ছে। তবে ঘন কুয়াশা ব্যহত করছে জনজীবন। দেড়িতে চলছে ট্রেন। শিয়ালদহ ও হাওড়া শাখায় ট্রেনচলাচল ব্যহত হয়েছে।

.