BJP-র পক্ষে বহু মামলা লড়েছেন কৌশিক চন্দ, 'কাকতালীয়!' ফের প্রশ্ন Derek-এর

বিতর্ক বাড়িয়ে একের পর এক টুইট করে চলেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন।

Updated By: Jun 18, 2021, 02:12 PM IST
BJP-র পক্ষে বহু মামলা লড়েছেন কৌশিক চন্দ, 'কাকতালীয়!' ফের প্রশ্ন Derek-এর

নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রাম গণনা মামলায় কার্যত যুযুধান বিজেপি-তৃণমূল দুইপক্ষ। তার মধ্যেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে। এর মধ্যেই বিতর্ক বাড়িয়ে একের পর এক টুইট করে চলেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। নন্দীগ্রাম গণনা মামলার বিচারপতি কৌশিক চন্দের এজলাস নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। 

প্রথম টুইটে ২টি ছবি দিয়ে তিনি লেখেন, ''দিলীপ ঘোষের সভায় ইনি কে?ইনিই কি কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ?''  নন্দীগ্রাম গণনা মামলায় বিচারপতি কৌশিক চন্দকে বিজেপির কিছু সভায় দেখা গিয়েছে। সেই বিচারপতির এজলাসে কেন নন্দীগ্রাম মামলা দেওয়া হয় তা নিয়েই সওয়াল করেন তিনি। 

আরও পড়ুন, ''দিলীপের মঞ্চে ইনি কে?'' নন্দীগ্রাম গণনা মামলায় বিচারপতির এজলাস নিয়ে প্রশ্ন Derek-এর

বিজেপির নেতারা পাল্টা বলেন, ''তৃণমূলের কৌশিক চন্দ বিচারপতি হওয়ার আগে তো আইনজীবী ছিল। সেই সময় কোনও বিজেপি অনুষ্ঠানে গিয়ে থাকলে তা আলাদা বিষয়। বিচারপতি হওয়ার পর কোনও অনুষ্ঠানে দেখা যায়নি।''  তরজা যেন থামছে না। 

ফের পাল্টা টুইট করে ডেরেকের দাবি, বিজেপির পক্ষে একগুচ্ছ মামলা লড়েছেন কৌশিক চন্দ। সেই মামলার তালিকাও পোস্ট করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। 

প্রসঙ্গত, হাইকোর্টে পিছোল নন্দীগ্রাম মামলার শুনানি। আগামী বৃহস্পতিবার হবে মামলার শুনানি। আজ শুনানি পিছনোর নির্দেশ দিলেন বিচারপতি কৌশিক চন্দ। পরে আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারপতি।

.