সিঁদুর খেলার পালা সেরে শুরু লক্ষ্মীপুজোর প্রস্তুতি

রাত পোহালেই কোজাগরী লক্ষ্মী পুজো। ধনদেবীকে তুষ্ট করতে পুজোর প্রস্তুতি তাই তুঙ্গে। কুমোরটুলিতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। কুমোরটুলিতে এবার লক্ষ্মীর পালা। সোমবার সকাল থেকেই চলছে প্রতিমা কেনা-বেচা।

Updated By: Oct 6, 2014, 06:49 PM IST
সিঁদুর খেলার পালা সেরে শুরু লক্ষ্মীপুজোর প্রস্তুতি

ওয়েব ডেস্ক: রাত পোহালেই কোজাগরী লক্ষ্মী পুজো। ধনদেবীকে তুষ্ট করতে পুজোর প্রস্তুতি তাই তুঙ্গে। কুমোরটুলিতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। কুমোরটুলিতে এবার লক্ষ্মীর পালা। সোমবার সকাল থেকেই চলছে প্রতিমা কেনা-বেচা।

কুমোরটুলির শিল্পীরা অবশ্য জানালেন, লক্ষ্মী গড়ে লক্ষ্মী লাভের আশা কম। বাজারদর আগুন। কিন্ত ধনদেবীর আরাধনায় কোন ত্রুটি রাখতে চান না আম বাঙালি। তাই সাধ ও সাধ্যের মেলবন্ধন ঘটিয়েই চলছে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার প্রয়াস। মঙ্গলবার সন্ধে ৭টা বেজে ১৩ মিনিটে শুরু হচ্ছে কোজাগরী পূর্ণিমার তিথি। বুধবার বিকেল ৪টে বেজে ২০ মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা।

 

.