মঙ্গল ও বুধবার রাজপথে ৩ হাজার পুলিস ফোর্স, বনধ রুখতে কড়া লালবাজার
বনধে অশান্তি এড়াতে লালবাজারের পদক্ষেপ...
![মঙ্গল ও বুধবার রাজপথে ৩ হাজার পুলিস ফোর্স, বনধ রুখতে কড়া লালবাজার মঙ্গল ও বুধবার রাজপথে ৩ হাজার পুলিস ফোর্স, বনধ রুখতে কড়া লালবাজার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/01/07/167892-lalbazar.jpg)
নিজস্ব প্রতিবেদন: ৮ ও ৯ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সিটুর ডাকা বনধ রুখতে কড়া পদক্ষেপ লালবাজারের। বনধের দিন কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ। মঙ্গল ও বুধবার শহরের রাস্তায় থাকবে অতিরিক্ত পুলিস ফোর্স।
বনধে অশান্তি এড়াতে লালবাজারের পদক্ষেপ...
আরও পড়ুন: মঙ্গল, বুধের বনধ রুখতে কড়া নবান্ন, শক্ত হাতে মোকাবিলার নির্দেশ প্রশাসনকে
কলকাতার রাস্তায় থাকছে তিন হাজার ফোর্স
৩০০ পুলিস পিকেট থাকছে শহরের বিভিন্ন জায়গায়
গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে বাহিনী মোতায়েন থাকবে
অফিসপাড়া, রয়টার্স, ফেরিঘাট, মেট্রো স্টেশন চত্বর, বড়োবাজার এলাকা, বাস টার্মিনাসগুলিতে অতিরিক্ত পুলিস মোতায়েন থাকবে
আরও পড়ুন: ফেসবুকে স্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য, থানায় ডেকে যুবককে বেধড়ক মার জেলাশাসকের
লালবাজারের তরফে স্পষ্ট করা হয়েছে, বনধের নামে কোনও গুণ্ডামি বরদাস্ত করা হবে না। জোর করে রাস্তা আটকালে বা গুণ্ডামি করলে কিংবা সরকারি সম্পত্তি নষ্ট করলে ত ত্ক্ষণাত্ গ্রেফতার করা হবে।
মঙ্গলবার সকাল থেকে এইচআরএফএস (হিউম্যান রাইটস ফার্স্ট সোস্যাইটি) ও আরএফএস টিম মোতায়েন থাকবে। লালবাজারের কন্ট্রোল রুম থেকে গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হবে।