সোমবার বামেদের নবান্ন অভিযান শহরকে সচল রাখতে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা
সোমবার বামেদের নবান্ন অভিযান। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত পুলিসও। শহরকে সচল রাখতে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। মোতায়েন করা হচ্ছে বাড়তি পুলিস বাহিনী। বাংলা বিপন্ন, চলো নবান্ন, এই স্লোগানে সোমবার পথে নামছে বামেরা।মূলত চারটি পয়েন্টে জমায়েত করছেন বাম নেতাকর্মীরা। রানি রাসমণি অ্যাভিনিউ, PTS -এ হবে কলকাতার জমায়েত। সাঁতরাগাছি, হাওড়া ময়দান এলাকাতেও জমায়েত হবে। দ্বিতীয় হুগলি ব্রিজে যাতে কোনও ভাবেই কোনও মিছিল উঠতে না পারে সে জন্য ব্যবস্থা করছে প্রশাসন। রেডরোড, PTS, খিদিরপুর। সবদিক থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে দ্বিতীয় হুগলি ব্রিজে ওঠার সব রাস্তা।
Updated By: May 21, 2017, 09:42 PM IST
