একুশে জুলাইয়ের সমাবেশের চব্বিশ ঘণ্টা আগেই দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে বাম হুঁশিয়ারি
একুশে জুলাইয়ের সমাবেশের চব্বিশ ঘণ্টা আগেই দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে বাম হুঁশিয়ারি। টার্গেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, দুর্নীতি ঢাকতে মোদীকে উপহার পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিলে স্লোগান উঠল, গলি গলি মে শোর হ্যায় ,মমতা ব্যানার্জি চোর হ্যায়। ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের সমাবেশের ঠিক আগের দিন দুর্নীতি বিরোধী দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে পথে নামল বামেরা। বামেদের অভিযোগ, মমতা-মোদী সখ্য যত বাড়ছে , ততই সারদাকাণ্ডে সিবিআই তদন্তের গতি শ্লথ হচ্ছে।
ওয়েব ডেস্ক: একুশে জুলাইয়ের সমাবেশের চব্বিশ ঘণ্টা আগেই দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে বাম হুঁশিয়ারি। টার্গেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, দুর্নীতি ঢাকতে মোদীকে উপহার পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিলে স্লোগান উঠল, গলি গলি মে শোর হ্যায় ,মমতা ব্যানার্জি চোর হ্যায়। ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের সমাবেশের ঠিক আগের দিন দুর্নীতি বিরোধী দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে পথে নামল বামেরা। বামেদের অভিযোগ, মমতা-মোদী সখ্য যত বাড়ছে , ততই সারদাকাণ্ডে সিবিআই তদন্তের গতি শ্লথ হচ্ছে।
১৭টি বাম দলের ডাকে এদিন মিছিল শুরু হয় কলেজ স্কোয়ার থেকে। মুখ্যমন্ত্রীকে টার্গেট করে দীর্ঘ মিছিলে স্লোগান ওঠে ।
সারদা কেলেঙ্কারিকে উস্কে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন বিরোধী দলনেতা। একের পর এক কেলেঙ্কারি নিয়ে জবাব চাইতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে বামেরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কি আদৌ কোণঠাসা করতে পারবে বামেরা, নজর এখন সেদিকেই।