নিজেদের প্রার্থী নেই, তাই নির্দল প্রার্থীদের ভোট দেবে বামেরা

এবার পঞ্চায়েত নির্বাচনে ৬ হাজারের বেশি আসনে বামেদের প্রার্থী নেই। সেখানে কাকে ভোট দেবেন বাম কর্মী-সমর্থকরা? বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কথায়, তাঁরা ভোট দেবেন যোগ্য নির্দল প্রার্থীকে।

Updated By: Jul 9, 2013, 10:45 PM IST

এবার পঞ্চায়েত নির্বাচনে ৬ হাজারের বেশি আসনে বামেদের প্রার্থী নেই। সেখানে কাকে ভোট দেবেন বাম কর্মী-সমর্থকরা? বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কথায়, তাঁরা ভোট দেবেন যোগ্য নির্দল প্রার্থীকে।
রাজ্যের কোথাওই নির্দল প্রার্থীদের সমর্থন করেনি বামেরা। কিন্তু বামেদেরই অভিযোগ, শাসক দলের সন্ত্রাসের কারনে ৬ হাজারের বেশি আসনে প্রাথী দিতে পারেননি তারা। ওইসমস্ত আসনে বাম ভোটারদের ভরসা এখন নির্দল প্রার্থীরা। কিন্তু এমন বহু নির্দল প্রার্থী রয়েছেন, যারা কংগ্রেস বা তৃণমূলের বিক্ষুব্ধ প্রার্থী।
 
এবার পঞ্চায়েত নির্বাচনে  বেশকিছু বামপন্থী দলের সঙ্গে এলাকাভিত্তিক বোঝাপড়ায় গেছে ফ্রন্ট।
 
 

.