"বামেদের মেরুদন্ড পশ্চিমবঙ্গ", ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন ইয়েচুরি

পশ্চিমবঙ্গ ছাড়া গতি নেই। সর্বভারতীয় রাজনীতিতে বামেদের যদি relevant হয়ে উঠতে হয়, হাল ধরতে হবে এই রাজ্যকেই। বক্তা সীতারাম ইয়েচুরি। সিপিআইএম রাজ্য কমিটির বৈঠকের শেষে বক্তব্য রাখেন দলের নতুন সাধারণ সম্পাদক।

Updated By: May 22, 2015, 09:42 PM IST
"বামেদের মেরুদন্ড পশ্চিমবঙ্গ", ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন ইয়েচুরি

ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গ ছাড়া গতি নেই। সর্বভারতীয় রাজনীতিতে বামেদের যদি relevant হয়ে উঠতে হয়, হাল ধরতে হবে এই রাজ্যকেই। বক্তা সীতারাম ইয়েচুরি। সিপিআইএম রাজ্য কমিটির বৈঠকের শেষে বক্তব্য রাখেন দলের নতুন সাধারণ সম্পাদক।

দেশের বামপন্থী আন্দোলন এখনও পশ্চিমবঙ্গের ওপর অনেকাংশে নির্ভরশীল। দলের রাজ্য কমিটিতে সেটাই ব্যাখ্যা করলেন সীতারাম ইয়েচুরি। সিপিআইএম সাধারণ সম্পাদক বলেন, 'দেশে বামপন্থীদের ঘুরে দাঁড়াতে হলে সবার আগে পশ্চিমবঙ্গে হারানো জমি পুনরুদ্ধার করতে হবে'।

কীভাবে ঘুরে দাঁড়াবে রাজ্য সিপিআইএম? সাধারণ সম্পাদকের মতে, এর জন্য আগে দলের রাজনৈতিক অবক্ষয় রুখতে হবে। তারপর জোর দিতে হবে হারানো জমি পুনরুদ্ধারে। তিনি বলেছেন, 'জনগণের সংগ্রামে বামপন্থীদের যোগদান বাড়াতে হবে। গোটা দেশে একাজ করতে হলে তার মেরুদণ্ড হল পশ্চিমবঙ্গ। কঠিন পরিস্থিতি সত্ত্বেও এরাজ্যের বামপন্থীদের কাঁধেই সবচেয়ে বেশি দায়িত্ব।'

২০০৯ থেকে রাজ্যের রাজনৈতিক ভারসাম্য তৃণমূলের দিকে হেলে পড়তে শুরু করেছে। এখনও তাতে কোনও তাত্‍পর্যপূর্ণ পরিবর্তন দেখা যায়নি। তবে  সামান্য আশার আলো জাগিয়েছে সদ্য শেষ হওয়া পুরভোট। এই ভোটে বামেরা তাদের ভোটব্যাঙ্কের ধস রুখতে পেরেছে। শিলিগুড়ির মতো পুরসভা দখল করতে পেরেছে। দলের শীর্ষ নেতৃত্বের মূল্যায়ণ, বেশ কয়েকটি জায়গায় শাসকদলের সন্ত্রাসের বিরুদ্ধে বামেরা সাংগঠনিক ভাবে ভাল প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে, এটাই এবারের আপাত সাফল্যের কারণ।

.